১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


দুনিয়ায় এমন কোনো জেল নেই যা আমায় বন্দী করে : কেজরিওয়াল

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল - সংগৃহীত

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সদ্যই আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার তার গ্রেফতারির পর শুক্রবারই কোর্টের নির্দেশে তাকে ২৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরপর এই প্রথমবার ক্যামেরার সামনে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী খুললেন মুখ। জনতার উদ্দেশে স্বামী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পাঠ করে সোনালেন সুনিতা কেজরিওয়াল।

শুক্রবারই অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি কোনো মতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি শুক্রবার বলেছিলেন যে- ‘প্রয়োজনে জেলের ভেতর থেকে সরকার চালাব।’

এরপর আম আদমি পার্টির সদস্য ও দেশের জনগণের প্রতি কেজরিওয়াল তার বার্তা পাঠান। অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য পাঠ করে শোনান স্ত্রী সুনিতা। সুনিতার পাঠ করা সেই বক্তব্যে কী জানালেন অরবিন্দ? দেখে নেয়া যাক।

ভার্চুয়াল কনফারেন্সে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য পড়ার সময় সুনিতা বলেন, অরবিন্দ বলছেন, ‘আমি অনেক লড়াই করেছি, তাই গ্রেফতারিতে অবাক হইনি।’

ইডির হেফাজত থেকেই অরবিন্দ তার দায়িত্বে অবিচল থাকবেন বলেও জানিয়েছেন। সুনিতা পাঠ করছেন, ‘আপনাদের ভাই ও সন্তান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বার্তা পাঠিয়েছেন... বলছেন, ‘আমার প্রিয় দেশবাসী, আমি গ্রেফতার হয়েছি। আমি জেলের ভেতরে থাকি বা বাইরে আমি দেশের সেবা করব। আমার গোটা জীবন দেশের জন্য উৎসর্গীকৃত। আমি আমার জীবনে অনেক লড়াই করেছি, আর আমি জানি এটা চলবে। ফলে এই গ্রেফতারি আমাকে অবাক করেনি।’

তার পাঠানো বার্তায় আম আদমি পার্টির সদস্যদের জন্যও কেজরিওয়াল দিয়েছেন বার্তা।
কেজরিওয়াল বলেছেন, বিজেপি কর্মীদের যেন কোনো আম আদমি পার্টি কর্মী ঘৃণা না করেন।
কেজরিওয়াল বলছেন, ’আমি আবেদন জানাই আম আদমি পার্টির কর্মীদের, সমাজকল্যাণের কাজ আর জনকল্যাণের কাজ আমার জেলযাত্রায় যেন না রোখে। বিজেপি কর্মীদের এর জন্য ঘৃণা করবেন না। তারাও আমাদের ভাইবোন। আমি ফিরে আসব খুব শিগগির।’

নিজের চিঠিতে দৃপ্ত কণ্ঠে কেজরিওয়াল জানিয়েছেন, ‘বেশ কিছু শক্তি, দেশের বাইরে ও ভেতরে দেশকে দুর্বল করতে চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। আর এই শক্তিকে চিনে নিয়ে তাদের হারাতে হবে।’

কেজরিওয়াল তার বক্তব্যে সাফ বলছেন, দুনিয়ায় এমন কোনো জেল নেই যা তাকে বন্দী করে রাখতে পারে।

চিঠিতে কেজরিওয়াল লিখছেন, ‘দিল্লির নারীরা হয়তো ভাবছেন যে- কেজরিওয়াল গ্রেফতার, হয়তো ১০০০ টাকা পাওয়া যাবে কি না কে জানে! আমি তাদের কাছে আবেদন করছি, তাদের ভাই ও সন্তানকে বিশ্বাস করুন। দুনিয়ায় এমন কোনো জেল নেই, যা আমাকে বন্দী রাখবে। আমি বেরিয়ে আসব, আর আমার প্রতিশ্রুতি পালন করব।’
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ডোনাল্ড লু’র বক্তব্যের পর মির্জা ফখরুলের কথার মূল্য নেই : কাদের বাগাতিপাড়া সাবেক স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেয়ার প্রস্তাব ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসে আগুন বরগুনায় চাঁদা না দিলে বিধবা নারীকে হত্যার হুমকি চীন-রাশিয়া সম্পর্ক সুবিধাবাদী ও কারো বিরুদ্ধে নয় : পুতিন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত নতজানু বলেই জনগণের স্বার্থে যে স্ট্যান্ড নেয়া দরকার সেটিতে ব্যর্থ হয়েছে সরকার ইংল্যান্ডের এজবাস্টন স্টেডিয়ামে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় হত্যাকাণ্ডের বিচারের দাবি উপজেলা চেয়ারম্যানের ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

সকল