১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


সংরক্ষিত আসন পেয়ে পাকিস্তানের একক বৃহত্তম দল পিএমএলএন

- সংগৃহীত

পাকিস্তানের নির্বাচন কমিশন জাতীয় পরিষদের নারী ও সংখ্যালঘুদের সংরক্ষিত আসন বণ্টন করেছে। এর মাধ্যমে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) ১২৩টি আসন নিয়ে একক বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বুধবার দ্যা নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণ নির্বাচনে পিএমএলএন জাতীয় পরিষদের ৭৫টি আসন জিতেছিল। পরে ৯ জন স্বতন্ত্র সংসদ সদস্য যোগ দেন তার দলে। এর পরে ৩৯টি সংরক্ষিত আসন (যার মধ্যে ৩৪ জন নারী এবং সংখ্যালঘু রয়েছে) পায় তার দল।

এদিকে সংরক্ষিত আসন ছাড়াই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল ৮২টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এখন ৭৩টি আসন রয়েছে, যার মধ্যে ৫৪টি সাধারণ আসন, ১৬টি নারী এবং আরো তিনটি সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে।

এর পরেই রয়েছে- মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম)। তারা ১৭ আসনে জয়ী হয়। পরে পাঁচটি সংরক্ষিত আসন (চারটি নারী ও একটি সংখ্যালঘু আসন) পায়।

একইভাবে জেইউআইএফের রয়েছে ১১টি আসন। এর মধ্যে ছয়টি নির্বাচনে সরাসরি জয়ী হয়ে এবং চারটি নারী ও একটি সংখ্যালঘু আসনও বরাদ্দ করা হয়েছে।

এছাড়া পিএমএলকিউর মোট পাঁচটি আসন রয়েছে, যার মধ্যে তিনটি সাধারণ, একজন স্বতন্ত্র এতে যোগ দিয়েছেন এবং নারীদের জন্য সংরক্ষিত একটি আসনও এ দলের জন্য বরাদ্দ করা হয়েছে।

ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির জাতীয় পরিষদে চারটি আসন রয়েছে, যার মধ্যে তিনটি সাধারণ এবং একটি নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। একইভাবে বিএপি, এমডব্লিউএম, পিএমএল-জিয়া, বিএনপি, পিকেএমএপি এবং জাতীয় পার্টিসহ ছয়টি রাজনৈতিক দলের একটি করে সাধারণ আসন রয়েছে।
সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল


আরো সংবাদ



premium cement