০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


গম-চিনির পর এবার চালের প্রতি নজর ভারতের!

গম-চিনির পর এবার চালের প্রতি নজর ভারতের! - ছবি : সংগৃহীত

গম রফতানিতে নিষেধাজ্ঞা এবং চিনি রফতানিতে সীমাবদ্ধতা আরোপের পর ভারতের পরবর্তী নিশানা হতে পারে চালের ওপর। দেশটির সরকার যেকোনো সময় চাল রফতানিতে বিধিনিষেধ আরোপ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অভ্যন্তরীণ সরবরাহে চাপ না ফেলতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমস।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে ইকোনোমিকস টাইমস বলেছে, ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালিত একটি কমিটি বাসমতি বাদে অন্য চালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের বাজার পরিস্থিতি বিশ্লেষণ করছে এবং দাম বাড়ার লক্ষণ দেখা দিলে সাথে সাথে ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মূল্যস্ফীতি সর্বোচ্চ স্তরে মোকাবেলা করা হচ্ছে। মূল্য পর্যবেক্ষক কমিটি প্রতিটি পণ্যের ওপর বৈঠক করছে এবং পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

অন্য একজন কর্মকর্তার মতে পাঁচটি পণ্যের ওপর রফতানি নিষেধাজ্ঞার ব্যাপারে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যেই গম এবং চিনি রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

চীনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ। ২০২১-২২ সালে ১৫০টিরও বেশি দেশে চাল রফতানি করেছে দেশটি।


আরো সংবাদ



premium cement