০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পশ্চিমা কর্মকর্তাদের সাথে নরওয়েতে তালেবান প্রতিনিধিদের সাক্ষাৎ

নরওয়ের রাজধানী অসলোতে ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন তালেবান প্রতিনিধিরা - ছবি : সংগৃহীত

নরওয়ের রাজধানী অসলোতে ইউরোপের বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন তালেবান প্রতিনিধিরা। আফগানিস্তানের বর্তমান মানবিক সঙ্কটের মধ্যেই পশ্চিমাদের সাথে এ আলোচনা বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

নরওয়ে আয়োজিত এ আলোচনা বৈঠকের দ্বিতীয় দিন চলছে। আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তালেবান প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি, ইতালি, কাতার, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে তালেবান কর্তৃপক্ষ।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, অর্থনীতি, মানবিক সাহায্য, নিরাপত্তা, ব্যাংক কার্যক্রম চালু, স্বাস্থ্য খাত ও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, এসব ইস্যু নিয়ে এখনো আলোচনা চলছে। তবে এ বিষয়টি নিয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হয়নি।

আফগানিস্তানের বর্তমান মানবিক সঙ্কট নিয়ে চিন্তিত নরওয়ে জানিয়েছে, আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলকে জানুয়ারির ২৩-২৫ তারিখ পর্যন্ত অসলোতে বৈঠক করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ড বলেন, নরওয়ে কর্তৃপক্ষ আফগানিস্তানের বর্তমান মানবিক সঙ্কট নিয়ে শঙ্কিত। কারণ, এ সঙ্কটের সাথে কোটি মানুষের ভাগ্য জড়িত।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement