২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে তালেবান!

আফগান সেনাবাহিনীর বিধ্বস্ত একটি হেলিকপ্টার - ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত ২৪ ঘণ্টায় তালেবানের হাতে দেশটির নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলার পতন হয়েছে। এছাড়া, সেনাবাহিনীর অভিযানে ১৭৮ তালেবান সদস্যের নিহত হওয়ার পাশাপাশি একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

বার্গমাতাল জেলার পতন
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় দাবি করেন, তারা আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলা দখল করেছেন। এ ঘটনায় সেনাবাহিনীর বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র ও গোলাবারুদ তাদের হস্তগত হয়েছে। এ সম্পর্কে আফগান সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের পূর্বাঞ্চলীয় বার্গমাতাল জেলা একটি সবুজ-শ্যামল উপত্যকা এবং সাম্প্রতিক সময়ে এটির নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই হয়েছে।

১৭৮ তালেবান নিহত

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৭৮ তালেবান নিহত ও অপর ১১২ জন আহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কুনার, লোগার, গজনি, খোস্ত, কান্দাহার, উরুজগান, ফারিয়াব, বল্‌খ, জুযজান, সামানগান, হেলমান্দ, তাখার, কুন্দুজ, বাগলান ও কাপিসা প্রদেশে এসব সংঘর্ষ হয়েছে। এছাড়া, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীগুলোর সম্মিলিত মুখপাত্র দাবি করেছেন, গত এক সপ্তাহে আফগান সেনাবাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় প্রায় দেড় হাজার তালেবান সদস্য নিহত হয়েছে।

৩৯ পাকিস্তানি নাগরিকের লাশ হস্তান্তর

নানগারহার প্রদেশের গভর্নর জিয়াউল হক আমিরখিল বলেছেন, তালেবানের হয়ে যুদ্ধ করতে আফগানিস্তানে আসা ৩৯ পাকিস্তানি নাগরিকের লাশ ইসলামাবাদে স্থানান্তর করার জন্য রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। দু’দেশের সীমান্তবর্তী তুরখাম স্থলবন্দরে এসব লাশ হস্তান্তর করা হয় বলে তিনি জানান।

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর গণমাধ্যম শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন, তালেবানের পক্ষে যুদ্ধ পরিচালনাকারী একজন পাকিস্তানি সেনা কমান্ডারকে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের লোগার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে তালেবানের কমান্ডার হিসেবে যুদ্ধ করছিলেন পাক সেনা কর্মকর্তা ক্যাপেন্ট জাভিদ। তাকে সম্প্রতি হত্যা করা হয়েছে।

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের নাদআলী জেলায় অভিযান পরিচালনার সময় একটি সামরিক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।এ ঘটনায় এটির কোনো আরোহী হতাহত হননি; তবে নিরাপত্তাগত কারণে আরোহীরা নেমে যাওয়ার পর এটিকে বিস্ফোরকের সাহায্যে উড়িয়ে দেয়া হয়।

কিন্তু তালেবান সেনাবাহিনীর হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। তালেবানের অন্যতম মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেছেন, তাদের ‘যোদ্ধারা’ হেলিকপ্টারটিকে গুলি করে নামিয়েছে।

তালেবান নেতার ছেলে নিহত

আফগানিস্তান থেকে পাওয়া আরেক খবরে জানা গেছে, দেশটির সেনাবাহিনীর সাথে সংঘর্ষে তালেবানের তরুণ কমান্ডার আব্দুর রহমান ওমরি নিহত হয়েছেন। তিনি ছিলেন কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে সংলাপে তালেবান প্রতিনিধিদলের সদস্য মোহাম্মাদ নবী ওমরির ছেলে। আব্দুর রহমান ওমরির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তালেবানের সিনিয়র নেতা আনাস হক্কানি।

সূত্র : পার্সটুডে

 


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল