২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

‘‌যত দিন হোক থাকব’, ভারতের কৃষক আন্দোলনে মজুত খাবার থেকে অ্যাম্বুল্যান্স

‘‌যত দিন হোক থাকব’, ভারতের কৃষক আন্দোলনে মজুত খাবার থেকে অ্যাম্বুল্যান্স - ছবি : সংগৃহীত

দিল্লি ও হরিয়ানার সংযোগস্থল সিঙ্ঘু সীমান্তে ছয় দিন ধরে জমায়েত হাজার হাজার কৃষক। পুলিশের ব্যারিকেড তাদের রাজধানীতে পা ফেলতে দিচ্ছে না। কিন্তু ছয় দিন কেন, ছয় মাস ঠায় বসে থাকতে রাজি আন্দোলনরত কৃষকরা। তার জন্য খাদ্য, পানীয়, ওষুধ, জামাকাপড়, যা প্রয়োজন সব এসে জমা হয়ে চলেছে সিঙ্ঘু সীমান্তে। এর অর্থ, ভারত সরকারের কৃষি আইনের সংশোধন না হওয়া পর্যন্ত ওখানেই আন্দোলন চলবে, যত দিন রসদ থাকে।

পাঞ্জাবের কাপুরথালা থেকে আগত একটি দল আবার একটি অ্যাম্বুল্যান্স সঙ্গে করে এনেছে। তাদের দলের প্রধান অবতার সিং ওয়ালিয়া জানালেন, শুধু অ্যাম্বুল্যান্স নয়, সাথে করে এক চিকিৎসককেও নিয়ে এসেছেন তারা। তার কথায়, ‘খাদ্যের সমস্যা মেটাতে লঙ্গরখানার ব্যবস্থা করেছে অনেকেই। আমরা তাই চিকিৎসার দিকটা দেখছি। কোভিড পরিস্থিতিতে কৃষকদের জন্য কাপড়ের মাস্কের ব্যবস্থাও করেছে এই দলটি।’

আর একটি দলে দেখা গেল অন্য চিত্র। তারা স্টোভে রান্না চাপিয়েছেন এবং জানালেন যা রসদ আছে তাতে ছয় মাস খাবারের অভাব হবে না। এই সীমান্তকেই আপাতত নিজেদের ঘরবাড়ি বানিয়ে নিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এক ট্রাক্টর থেকে আর এক ট্রাক্টরে বাঁধা হয়েছে দড়ি আর তাতেই চলছে জামাকাপড় শুকনোর কাজ।

এর মধ্যে খালসা এড ফাউন্ডেশন নামে এক সংস্থা চা–নাস্তার ব্যবস্থা করছে। সাথে রয়েছে ক্ষীরও। এই সংস্থাই আবার নারীদের জন্য ২০টি বহনযোগ্য শৌচালয়ের ব্যবস্থা করে দিয়েছে যাতে তাদের কোনো সমস্যায় পড়তে না হয়। মঙ্গলবার সন্ধ্যার আলোচনায় কোনো সমাধান সূত্র বেরোয়নি, ফলে অবস্থান থেকে পিছু হাঁটার কথা ভাবতেই নারাজ কৃষকরা।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল