২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ভারতে এক দিনে আরো ৪৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

- সংগৃহীত

ভারতে নতুন করে ৪৪ হাজার ৩৭৬ জনের করোনাভাইরাস শনাক্তের মধ্য দিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ছাড়িয়েছে বলে বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া, এক দিনে আরও ৪৮১ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে এক লাখ ৩৪ হাজার ৬৯৯ জনে।

সেপ্টেম্বরের পর থেকে ভারতে দৈনিক করোনা শনাক্ত কমতে শুরু করে। তবে বেশ কয়েকটি রাজ্যে সম্প্রতি সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং কিছু রাজ্য সরকার ভাইরাস নিয়ন্ত্রণে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেছে। মুম্বাই, নয়াদিল্লি, রাজস্থান ও গুজরাট শহরে প্রবেশের আগে ভ্রমণকারীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটির উত্তরের তিনটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, গত কয়েক দিনে রাজধানী দিল্লিতে হঠাৎ করে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে প্রায় ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ইউএনবি


আরো সংবাদ



premium cement