১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


লোকসভা নির্বাচনে ২০১৪ সালের তুলনায় আসন কমেছে এনডিএ’র

লোকসভা নির্বাচনে ২০১৪ সালের তুলনায় আসন কমেছে এনডিএ’র - সংগৃহীত

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এতে টানা দ্বিতীয়বার এনডিএ জোটের ক্ষমতা নিশ্চিত হলেও ২০১৪ সালের তুলনায় তাদের ফলাফল খারাপ।

দ্যা হিন্দু পত্রিকার একটি পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল ৩৩৬টি আসন। আর ২০১৯ সালে তারা পেয়েছে ৩১২টি আসন। অপরদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সার্বিক বিবেচনায় ফল খারাপ করলেও ২০১৪ সালের তুলনায় ফল ভালো করেছে। আগেরবার তারা পেয়েছিল ৬০টি আসন এবার পেয়েছে ৮৪টি আসন।

এরআগে গত ২০ মে লোকসভা নির্বাচনের সাত দফার ভোটের শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছিল, আবারো দিল্লীর মসনদে বসতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি জোট। তারা আসন পেতে পারে তিনশ’রও বেশি। প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ঘরে আসতে পারে দেড়শ’র কিছু বেশি আসন। আর পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।


নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদির জয়ের চিত্র।

এরইমধ্যে ১টি আন্তর্জাতিক ও ৩টি স্থানীয় সংস্থা তাদের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। সে অনুযায়ী তিনশ’র বেশি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেড়শ’রও বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুথ ফেরত জরিপ বলছে, গতবারের মতো এবারো পশ্চিমবঙ্গে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে ২৪টি আসন। এছাড়া, বিজেপি ১৪টি ও কংগ্রেস ২টি আসন পেতে পারে।

রোববার সপ্তম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ভারতের ১৭তম লোকসভা নির্বাচন।


আরো সংবাদ



premium cement
নিক্সন চৌধুরীরর বিরুদ্ধে উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্লে-অফের ১টি জায়গার জন্য লড়াইয়ে ৩ দল, ধোনি, কোহলি, রাহুলদের কে পাবেন টিকিট? ফরিদগঞ্জে ২৪ ঘণ্টায় ২ জনের আত্মহত্যা মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়?

সকল