০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


'অপরাজিত'র রেকর্ডে সেমিতে লেভারকুজেন

-

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে টানা ৪৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বায়ার লেভারকুজেন। ওয়েস্টহ্যামের বিপক্ষে গত পরশু ১-১ গোলে ড্র করে এই রেকর্ডের একক মালিক হয়ে গেল দ্য ব্ল‍্যাক অ্যান্ড রেডসরা। এত দিন এই রেকর্ডটি টানা ৪৩ ম্যাচ জয়ে দখলে রেখেছিল ইতালিয়ান সিরি 'আ' লিগের ক্লাব জুভেন্টাস। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে নিজেদের মাঠে তারা ২-০ ব্যবধানে হারিয়েছিল ওয়েস্টহ্যামকে। দুই লেগ মিলে ৩-১ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে জার্মান ক্লাবটির। এ দিকে দিনের অন্য ম্যাচে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব লিভারপুলকে পেছনে ফেলে শেষ চারে উঠেছে ইতালিয়ান ক্লাব আটলান্টা। কোয়ার্টারের প্রথম লেগে অ্যানফিল্ডে ৩-০ গোলে হেরেছিল জাগেইন রূপের দল। গত পরশু ফিরতি লেগে আটলান্টার মাঠে ১-০ গোলে জয়ের পরও ছিটকে গেল তারা। সেমিফাইনালের অপর দুই দল ফ্রান্স ক্লাব অলিম্পিক মার্সেই ও ইতালিয়ান সিরি 'আ' ক্লাব এএস রোমা। কোয়ার্টারের প্রথম লেগে বেনফিকার কাছে ২-১-এ হারার পর গত পরশু দ্বিতীয় লেগে নিজেদের মাঠে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে মার্সেই ১-০তে জয় পায়। এতে দুই লেগ মিলে ২-২ সমতায় শেষ হলে টাইব্রেকারে বেনফিকাকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফ্রান্সের ক্লাবটি। ম্যাচে টাইব্রেকারে প্রথম শট মিস করে খলনায়কে পরিণত হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া। অপর ম্যাচে দুই ইতালিয়ানের লড়াইয়ে এসি মিলানকে ২-১ এ হারিয়ে সেমিতে রোমা।


আরো সংবাদ



premium cement