০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


সম্প্রচার চ্যালেঞ্জে সিরিজ

-

করোনা মহামারীতে একটি সিরিজ বা টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে বিপত্তিতে পড়তে হচ্ছে আয়োজক সংস্থাকে। দ্য নিউ নরমালে বেগ পেতে হচ্ছে ক্রীড়াঙ্গনকে। এবার বাংলাদেশ বনাম অতিথি শ্রীলঙ্কা সিরিজ তেমনই এক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বোর্ড তিনটি ম্যাচের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও, দেশের কোভিড-১৯ বিধিগুলো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণকে প্রভাবিত করতে পারে। মূলত বিপত্তিটা তৈরি হয়েছে টেলিভিশন সম্প্রচার নিয়ে।
কারণ বাংলাদেশে আন্তর্জাতিক সিরিজ সম্প্রচার যে চ্যানেলই করুক না কেন, সব টিভি তথা মিডিয়া ক্রু হলো ভারতীয় ও দক্ষিণ আফ্রিকান। ক্যামেরা ক্রু থেকে শুরু করে সব টেকনিক্যাল ক্রু হলেন ভারতীয়। বর্তমানে ভারতের করোনাভাইরাস পরিস্থিতিতে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার। এমন অবস্থায় ভারত বা সাউথ আফ্রিকা থেকে কেউ বাংলাদেশে এলে তাকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
টিভি সম্প্রচার নিয়ে জটিলতা থাকলেও বিসিবি বিকল্প ভেবে রেখেছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট প্রটোকল আছে। আমরা চেষ্টা করছি এই প্রটোকলের মধ্যে থেকে যদি কোনো ক্রু আসার দরকার হয়, সে ক্ষেত্রে তাদের আনা যায় কি না।’ তিনি যোগ করেন, ‘বিশ্বের অন্যান্য জায়ক্রীড়া প্রতিবেদক
গায় যেসব ক্রিকেট ইভেন্ট আছে; চেষ্টা রয়েছে, প্রয়োজনে সেখান থেকে ক্রু এনে খেলাগুলো চালানোর। প্রযুক্তিগতভাবে ক্রু আনার জন্য পাঁচ দিন সময় পাবো।’
গত বছর গাজী টিভির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে বিসিবির কোনো স্থায়ী মিডিয়া স্পন্সর নেই। বিসিবি গত ২৮ এপ্রিল দু’বছরের চুক্তির জন্য নতুন বিডকে আমন্ত্রণ জানিয়েছে, বিডের প্রক্রিয়া ১৭ মে শুরু হবে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ এই চুক্তির অংশ, যারা অর্থ বেশি দেবে তারাই বিড জিতবে। এ দিকে এখনো লঙ্কা সিরিজের টিভি স্বত্ব বিক্রি করেনি বিসিবি। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। তার আগে টিভি স্বত্ব বিক্রির পর ভারত থেকে ক্রু এনে টেলিভিশন সম্প্রচার রীতিমতো চ্যালেঞ্জই নয়, অসম্ভবও বটে। তবে কি সিরিজ পেছানোর কোনো ভাবনা আছে বোর্ডের?
সুজন বলেন, ‘সিরিজ রিসিডিউলের কোনো সম্ভাবনা আমরা এখন দেখছি না। যেটা বলেছি, কিছুটা চ্যালেঞ্জ তো আছেই ক্রুদের আনায়। সে জন্য আমরা অন্য সোর্স ব্যবহার করে ঝামেলা এড়ানো যায় কি না সে বিষয়ে কাজ করছি।’
সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে ১৪ দিনের কোয়ারেন্টিন সংক্ষিপ্তকরণের চেষ্টা করছে বোর্ড। ৪ মে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে বাংলাদেশী খেলোয়াড়রা করোনা পরীক্ষা করিয়েছেন। নেগেটিভ ফলাফল এলে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে পারবেন। শ্রীলঙ্কান ক্রিকেটারদের জন্যও রয়েছে সবুজ সঙ্কেত। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে তারাও দু-এক দিনের মধ্যে প্রশিক্ষণে যোগ দিতে পারবে।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার ‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা’ অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত নানামুখী চাপে বাংলাদেশের গণমাধ্যম দুর্নীতির দায়ে ক্রিকেটে ৫ বছর নিষিদ্ধ থমাস বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর : জাতিসঙ্ঘ

সকল