০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস

-

চলতি বছরের এএফসি কাপের গ্রুপিং ও ফিকশ্চার চূড়ান্ত করেছে এএফসি। গতকাল অনুষ্ঠিত ড্রতে ‘ডি’ গ্রুপে পড়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ এর বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল হিসেবে এই বছরের এএফসি কাপে খেলছে বসুন্ধরা। আর রানার্সআপ ঢাকা আবাহনী খেলবে প্রিলিমিনারি রাউন্ডে। প্রিলিমিনারি এবং এরপর প্লে অব বাধা টপকাতে পারলে ‘ডি’ গ্রুপেই বাছাই পর্ব সম্পন্ন করতে হবে আকাশি-নীল শিবিরকে। ৭, ৮ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি রাউন্ড। প্লে-অব ২০-২১ মে। অন্য দিকে গ্রুপ পর্বের নির্ধারিত সময় ১৪-২০ মে। গ্রুপ চ্যাম্পিয়ন দল ইন্টারজোন সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এই খেলা ১৪-১৪ সেপ্টেম্বর এবং ২৭-২৮ সেপ্টেম্বর। প্রিলিমিনারি রাউন্ড এবং প্লে-অব হবে একটি ভেনুতে। এক পর্বের এই ম্যাচে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলই হতে পারবে স্বাগতিক। গ্রুপ পর্ব হবে সেন্টাল ভেনুতে। তবে সেমিফাইনাল থেকে বাকি নক আউট পর্বের ম্যাচ হোম অ্যান্ড অ্যাওয়েতে।
আগে বাংলাদেশী ক্লাবগুলো গ্রুপ পর্বে ‘ই’ গ্রুপে পড়ত। এবার সেন্ট্রাল জোন থেকে একটি গ্রুপ বাড়ায় সাফ অঞ্চলের দলগুলো ‘ডি’ গ্রুপে পড়েছে। গ্রুপে বসুন্ধরা কিংস পেয়েছে ভারতের মোহনবাহান ও মালদ্বীপের মাজিয়াকে। এই গ্রুপের অপর দল আসবে প্রিলিমিনারি ও প্লে-অব থেকে। ১৪ এপ্রিল প্রিলিমিনারি রাউন্ডে ঢাকা আবাহনী পাবে মালদ্বীপের ক্লাব ঈগলস ও থিম্পু সিটি এফসির মধ্যকার জয়ী দলকে। ঈগলস ও থিম্পু সিটির ম্যাচ ৭ এপ্রিল। প্রিলিমিনারি রাউন্ডের অপর তিন দল নেপালের ত্রিভূবন আর্মি, শ্রীলঙ্কা পুলিশ এবং ভারতের ব্যাঙ্গালুরু এফসি। ৭ এপ্রিল ত্রিভূবন আর্মি ও শ্রীলঙ্কা পুলিশের মধ্যকার ম্যাচের জয়ী দল ১৪ এপ্রিল ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু সাথে। ১৪ এপ্রিলের জয়ী দল ২১ এপ্রিল প্লে অব খেলবে গ্রুপ পর্বের টিকিট পেতে।
র্যাংকিং অনুযায়ী আবাহনী ৭ এপ্রিলের ম্যাচের স্বাগতিক। তবে তারা প্লে-অবে ব্যাঙ্গালুরুকে পেলে ২১ এপ্রিল ব্যাঙ্গালুরু ও আবাহনীর ম্যাচ হবে ভারতের মাটিতে। বাংলাদেশী ক্লাবটি প্লে-অবে নেপাল বা লংকার ক্লাবকে পেলে ঢাকাতেই হবে খেলা।
তবে এখন পর্যন্ত গ্রুপ পর্বের ভেনু চূড়ান্ত হয়নি।এবার এই আসরে তিনটি দল বেড়ে ৩৯টি হয়েছে। প্রথমবারের মতো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল খেলার সুযোগ পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে।


আরো সংবাদ



premium cement