০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নিউজিল্যান্ড ট্যুরের আগে আসছে উইন্ডিজ

-

শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার পরদিন একটি ভালো খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার পর ২০২১ সালের মার্চে টাইগারদের সফর সূচি ঘোষণা করেছে তারা। তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে আগামী বছর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। অবশ্য এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ রয়েছে টাইগারদের।
দেশের কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তিন টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসবে ক্যারিবীয়রা। জানুয়ারিতে হোম সিরিজ আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জানুয়ারিতে দেশের কোভিড পরিস্থিতি দেখে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে। উইন্ডিজ বোর্ডও দল পাঠানোর আগে নিজেদের মতো করে খোঁজখবর নেবে। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময়ে সিরিজটি করার ব্যাপারে আমি আশাবাদী।’
উইন্ডিজ বোর্ডের সাথে সেভাবে যোগাযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও জানান, উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের সূচি করা হয়েছে। কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেয়া হবে পরবর্তী পদক্ষেপ।
কোনো কারণে জানুয়ারির হোম সিরিজ না হলে নিউজিল্যান্ডে এক বছর পর হবে তামিমদের আন্তর্জাতিক প্রত্যাবর্তন। যেখানে কোয়ারেন্টিনে অনুশীলনে সমস্যা থাকবে না। কোয়ারেন্টিনে অনুশীলন করার শর্তেই সিরিজের সূচি হয়েছে বলে জানান নিজামউদ্দিন চৌধুরী। তাঁর কথায়, ‘নিউজিল্যান্ডের সূচি হয়েছে আরো তিন মাস আগে। আমরা তখনই বলেছি কোয়ারেন্টিনে অনুশীলনের সুযোগ-সুবিধা রাখতে হবে। তারা অনুশীলনের ব্যবস্থা রেখেই সূচি প্রকাশ করেছে। তারা উইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে যে সুযোগ-সুবিধা দিবে, বাংলাদেশ দলও তা পাবে।’


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল