২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় টি-২০

-

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে গতকাল লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। ন্যূনতম একটি ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বাদ সেধেছে বৃষ্টি। এত বৃষ্টির কারণে টসও করা যায়নি। ম্যাচ শুরু হওয়ার সম্ভাব্য শেষ সময় (স্থানীয় সময়) ধরা হয়েছিল বিকেল সাড়ে ৪টা। বাংলাদেশ সময় সাড়ে ৫টা। বলা হয়েছিল, এর মাঝে বৃষ্টি না কমলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। অবশ্য বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখা না গেলে নির্ধারিত সময়ের ৩৫ মিনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে এটিই বাবর আজমের প্রথম সিরিজ জয়। তামিম ১০৪ রানে ব্যাটিংয়ের শীর্ষে। শফিউল ৩ উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষে।
ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে পিসিবি। শেষ ম্যাচ না হওয়ায় ম্যাচ সেরার পুরস্কার কেউ না পেলেও সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এ ছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর আজমের হাতে সিরিজের ট্রফি তুলে দেয়া হয়। ট্রফির সাথে বোনাস হিসেবে পাকিস্তান ক্রিকেট দলকে ৩ লাখ ৭৫ হাজার পাকিস্তানি রুপিও দেয়া হয়।
সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান। ম্যাচ সেরা হন শোয়েব মালিক। সেই ম্যাচে শূন্যতে আউট হন বাবর আজম। এরপর দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। বাবর আজম ৬৬ ও মোহাম্মদ হাফিজ ৬৭ রান করে দলের বড় জয় নিশ্চিত করেন। ম্যাচ সেরা হন বাবর আজম। এক ম্যাচ ভালো খেলেই সিরিজ সেরার পুরস্কার পান।

 


আরো সংবাদ



premium cement
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশী নেতৃবৃন্দের শোক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে জাইকা ও বিদ্যুৎ বিভাগের কর্মশালা প্রেসিডেন্ট রাইসি নিহত টি স্পোর্টস-জি টিভি নয়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ সরাসরি দেখাবে অন্য চ্যানেল ইরানের নিহত পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যা জানা যাচ্ছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের শোক চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫.৮২ শতাংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির

সকল