০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


তবুও খুশি ব্যাডমিন্টনের প্রেসিডেন্ট

-

এবারের এসএ গেমসে মহিলা দলের রৌপ্যপদকের এবং পুরুষ দলের ব্রোঞ্জপদকের স্বপ্ন দেখিয়ে নেপাল গিয়েছিল বাংলাদেশ ব্যাডমিন্টন দল। হয়নি কোনোটিই। অথচ এর আগে দলগততে বাংলাদেশের ব্রোঞ্জপদকের রেকর্ড রয়েছে। এবার পোখারা রঙ্গশালার ইনডোরে দুই-একটা সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও প্রতিপক্ষের সাথে হেরেছে অত্যন্ত বাজেভাবে। এমন দুঃসময়ে সবার মুখে কিঞ্চিৎ হাসি ফুটিয়েছে মিশ্র দ্বৈতের খেলোয়াড় সালমান ও উর্মি জুটি। ব্যাডমিন্টনের ইতিহাসে তারা প্রথমবারের মতো বাংলাদেশকে মিশ্র দ্বৈতে ব্রোঞ্জপদক এনে দিয়েছেন। তাতেই খুশি ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আব্দুল মালেক।
সানরাইজ-ইউনেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের সেমিফাইনাল দেখতে এসে তিনি এই খুশির বার্তা দেন। তার কথায়, ‘এবার গেমসে খুব ভালো করেছে ব্যাডমিন্টন দল। একটা ব্রোঞ্জপদক এসেছে। বিদেশী কোচ দিতে পারলে আরো ভালো করত দল। তবে দেশী কোচও খারাপ নয়। মূলত তৃণমূলে জোর দিতে পারলে ভবিষ্যতে ভালো ফল হবে বিশ্বাস।’
চলতি টুর্নামেন্ট নিয়ে আব্দুল মালেক বলেন, ‘বিশ্বমানের খেলোয়াড়দের সাথে খেলে আমাদের শাটলাররা আরো পারদর্শী হবে। তাদের পরিচর্যা করতে পারলে উপরের সারিতে ওঠা কষ্টসাধ্য নয়। এই টুর্নামেন্টে আমরা কোয়ার্টার পর্যন্ত টিকে ছিলাম। বিদেশী কোচ দিয়ে ট্রেনিং করাতে পারলে শক্তি আরো বাড়ত।’
শাটলারদের উন্নতীর সোপান হিসেবে তিনি আরো মনে করেন, ‘প্রতি মাসে একাধিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট থাকে। আমরা সেখানে শাটলার পাঠানোর চেষ্টা করি। নতুন বছরের শেষের দিকে স্কুল টুর্নামেন্টের আয়োজন করব। সেখান থেকে শাটলার বাছাই করে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা জানিয়ে আব্দুল মালেক বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আন্তর্জাাতিক টুর্নামেন্ট আয়োজন করব। আমরা দশটি দেশকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যাডমিন্টন লিজেন্ডদের আমন্ত্রণ জানাব।’

 


আরো সংবাদ



premium cement