০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


আজ ড্র করলেই চ্যাম্পিয়ন

-

প্রথম আসরে ভিন দেশে অংশ নিয়ে তৃতীয় হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল এবার নিজ দেশে দ্বিতীয় আসরে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। চার দেশের অংশগ্রহণে উয়েফা অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট টুর্নামেন্টে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ মালদ্বীপের বিপক্ষে ন্যূনতম ড্র করলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের কিশোররা। আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। তার আগে বিকেল ৪টায় খেলবে কম্বোডিয়া বনাম ফারো আইল্যান্ড।
গত শুক্রবার টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। তার আগে বুধবার উদ্বোধনী দিনে কম্বোডিয়াকে হারিয়েছে ২-০ গোলে। ফারো আইল্যান্ড ১০-৩ গোলে হারিয়েছে মালদ্বীপকে। সেই মালদ্বীপকে আনায়াসেই হারানোর ক্ষমতা রাখে লাল-সবুজের কিশোররা। দুই ম্যাচে চার গোল করা মঈন জানালেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নামব। ড্র করা কিংবা এক পয়েন্টের জন্য খেলব। পূর্ণ তিন পয়েন্টের জন্য আমরা সবাই মুখিয়ে আছি এবং অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই। যে ফারো আইল্যান্ড তাদের ১০ গোল দিয়েছে, সেই ফারোকে আমরা ৩ গোল দিয়েছি। আত্মবিশ্বাসের জ্বালানিটা সেখান থেকেই এসেছে। দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে আমরা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি।’
বিশ^ ফুটবলের সবচেয়ে প্রতিষ্ঠিত শক্তি হচ্ছে ইউরোপ। সে ক্ষেত্রে বিশ^ ফুটবলে সবচেয়ে দুর্বল শক্তি হচ্ছে এশিয়া। আর এই পার্থক্য কমাতেই কাজ করছে ফিফা। জুনিয়র বা বয়সভিত্তিক পর্যায়ে তারা ইউয়েফার অর্থায়নে অনূর্ধ্ব-১৬ বালক টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্টের নিয়ম হচ্ছে প্রতি বছরই ভিন্ন ভিন্ন দেশে চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আসরটি। তিনটি দল থাকবে এশিয়ার, বাকি দলটি হবে ইউরোপের। ২০১৮ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় এই আসর। ভেনু ছিল থাইল্যান্ড। তাতে অংশ নিয়েছিল মালদ্বীপ, থাইল্যান্ড, সাইপ্রাস ও বাংলাদেশ। ইউরোপের দল সাইপ্রাস হয়েছিল চ্যাম্পিয়ন, আর বাংলাদেশ হয়েছিল তৃতীয়। ওই প্রতিযোগিতায় থাইল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর মালদ্বীপকে হারিয়েছিল ১০-০ গোলে। তবে সাইপ্রাসের কাছে হেরেছিল ৪-০ গোলে। এবার লাল-সবুজদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।


আরো সংবাদ



premium cement
আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করেই ভোট প্রচারে মোদি বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের নিপীড়িতরাই বিজয়ী হ‌বে : রিজভী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতারা হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়

সকল