১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


আগডুম বাগডুম কবিতা

-

পূর্ণিমা চাঁদ
আবুল হোসেন আজাদ

সাঁঝ পেরোলে পুব আকাশে পূর্ণিমা চাঁদ গোল
জোছনা ঢেলে দিক দিগন্তে যায় দিয়ে যে দোল।
গাছগাছালির পাতার পরে নদী মাঠে ঘাটে
আলোর খেয়ায় নাইওর নিয়ে রাত্রি ধরে হাঁটে।
চাঁদের হাসির জোছনায় এমন নেচে ওঠে মন
ঘুমহারা চোখ চেয়ে থাকে শুধু সারাক্ষণ।

ঝিঁঝিঁ ডাকে রাত বেড়ে যায় পেরোয় ক্রমে প্রহর
জোনাকিরাও ডুব দেয় তাতে পেয়ে আলোর নহর।
শিয়াল ডাকে হুক্কাহুয়া ডাকে রাতের পাখি
পূর্ণিমা চাঁদ পশ্চিমে যায় ভোর হতে নেই বাকি।

ঝিকিমিকি তারা তখন যায় হয়ে যে ফিকে
এখন শুধু জোছনা অথৈ ভাসে চতুর্দিকে।
ফুলের গন্ধ আসে নাকে বাতাসে ভর করে
মন থাকে না তখন যে আর থাকতে বসে ঘরে।
চেয়ে দেখি কী অপরূপ পূর্ণিমা চাঁদ গোল
প্রাণে তখন জাগে একি খুশি উতরোল।

নবান্ন উৎসব
তাহমিদ আল হাসান

বাতাসেতে হেলে পড়ে
পাকা পাকা ধান
কৃষকের হাসিমুখ
শিহরিত প্রাণ।

রোদে পুড়ে ঘামে ভিজে
করে ধান চাষ
পাকা ধান কেটে নিবে
এই মনের আশ।

হেমন্ত এলে পরে
আসে সেই ক্ষণ
কৃষাণীর তোড়জোড়
পুলকিত মন।

চাষিদের ঘরে ঘরে
পিঠাপুলি রব
ফিরে এলো বাংলায়
নবান্ন উৎসব।

আঁকছে খোকা
ইবরাহীম আদহাম

খোকা বসে আঁকছে রিমে
সবুজ গাঁয়ের ছবি
গাছের ডালে পাখি আঁকছে
দূর আকাশে রবি।

সবুজ ধানের মাঠ আঁকছে
ছোট কুটির ঘর
শুভ্র সাদা কাশ আঁকছে
নদীর বুকে চর।

শাপলা ফোটা বিল আঁকছে
পুকুর ভরা মাছ
ছেঁড়া পালের নাও আঁকছে
ইয়া বড় তালগাছ।

পুঁটি ঠোঁটে বক আঁকছে
খালের জলে হাঁস
ধানে ভরা গোলা আঁকছে
শিশির ভেজা ঘাস।

হাসছে পল্লী গ্রাম
মোহাম্মদ নূর আলম গন্ধী

শান্ত খুবই আকাশ-বাতাস
শান্ত চারিধার
হেমন্তেরই এমনই রূপ
মন কাড়ে সবার!

মাঠের পরে মাঠ ভরেছে
সোনা ধানে আজ
কৃষাণ প্রাণে রঙ লেগেছে
উৎসবেরই সাজ।

বনে বনে পাখ-পাখালির
মধুর কলতান
রাখাল বাঁশির সুর তুলেছে
গাইছে সুখে গান।

হিমেল হাওয়ার সাথে শিশির
ঝরছে অবিরাম
হেমন্তেরই এমন ক্ষণে
হাসছে পল্লী গ্রাম।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল