০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


এভারেস্টের থেকেও উঁচু পর্বতের খোঁজ

- প্রতীকী ছবি

এক সুবিশাল পর্বতমালা, উচ্চতায় এভারেস্টের চার থেকে পাঁচ গুণ! পৃথিবীর গভীরে এমনই এক পর্বতের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা।

ভূগর্ভে কেন্দ্রমণ্ডল (কোর) ও গুরুমণ্ডলের (ম্যান্টল) মাঝে এর অবস্থান। কিন্তু এত বছর জানা যায়নি এর কথা। বিস্ময়ে বিশেষজ্ঞরাও।

ওই গবেষণার সাথে যুক্ত অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছে, ভূমিকম্প ও পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণে তৈরি হওয়া তরঙ্গের সেসমিক ডেটা বিশ্লেষণ করে পর্বতটির অস্তিত্ব সম্পর্কে জানা গেছে। এ বিষয়ে সাহায্য করেছে অ্যান্টার্কটিকার সিসমোলজি সেন্টার।

বিজ্ঞানীরা জানায়, ভূপৃষ্ঠ থেকে আট দশমিক আট কিলোমিটার উচ্চতায় এভারেস্ট পর্বতশৃঙ্গ। আর ভূগর্ভে লুকিয়ে থাকা পর্বতশৃঙ্গটির উচ্চতা ৩৮ কিলোমিটার।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির ভূপদার্থবিদ এডওয়ার্ড গারনেরো বলেন, ‘অ্যান্টার্কটিকা থেকে পাওয়া হাজার হাজার সেসমিক রেকর্ড বিশ্লেষণ করে হাই-ডেফিনিশন ইমেজিং পদ্ধতির মাধ্যমে কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সীমান্তে কিছু ব্যতিক্রমী উপাদানের খোঁজ পাওয়া গেছে। উপাদানগুলো একেক জায়গায় একেক রকম পুরু। কোথাও কয়েক কিলোমিটার, কোথাও অনেক বেশি। তা থেকেই আমরা বুঝতে পারি, এটা পৃথিবীর গর্ভে থাকা এক পর্বত। যার উচ্চতা এভারেস্টের পাঁচ গুণ।’

বিজ্ঞানীরা জানিয়েছে, সম্ভবত প্রাচীনকালে টেকটনিক প্লেট গুরুমণ্ডলের ভেতরে ঢুকে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে বিস্তৃত হয়ে এ পর্বতমালা তৈরি করেছে। এতে ব্যাসল্ট পাথরও রয়েছে, আবার প্রস্তরীভূত শিলাও রয়েছে।

ওই গবেষণায় যুক্ত আরেক ভূবিজ্ঞানী আলাবামা বিশ্ববিদ্যালয়ের সামান্থা হ্যানসেন বলেন, ‘আমাদের মতো সেসমিক তদন্তে ভূগর্ভের ভেতরের সর্বোচ্চ রেজুলেশনের ছবি ধরা পড়েছে। আমাদের কল্পনার থেকে বহু গুণ বড় জটিল এর আকার।’


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করছে মার্কিন ভোটারদের ৪১ শতাংশ কালিয়াকৈরে ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ২ স্বপ্ন জয়ের লক্ষ্যে জবিতে পরীক্ষা দিলেন বিশেষ চাহিদাসম্পন্ন ৯ শিক্ষার্থী ইউরোপ ‘ত্রিমুখী ঝুঁকির’ সম্মুখীন : ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারকে চাপে ফেলতে বিএনপি নিজেরাই চাপে আছে : ওবায়দুল কাদের রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে বন্ধ সড়ক যোগাযোগ বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা গলাচিপায় একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন গলাচিপায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

সকল