২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

অসংখ্য রোজা কাজা থাকলে কী করবেন?

- প্রতীকী ছবি

রমজানে রোজা রাখা ফরজ কিন্তু অনেকে আছেন শয়তানের প্ররোচনায় কিংবা অসুখ-বিসুখের কারণে বিগত জীবনে নিয়মিত রোজা রাখতে পারেননি। অনেক রোজা কাজা রয়ে গেছে। অন্যদিকে বয়সও এমন পর্যায়ে যে সামনে সেগুলো কাজা করা প্রায় অসম্ভব।

তাদের ক্ষেত্রে করণীয় হলো-

বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রোজা না রেখে থাকলে তার কাজা আদায় করতে হবে। না পারলে ফিদিয়া দেবে বা অসিয়ত করে যাবে।

রোজা রেখে বিনা কারণে ভেঙে ফেললে প্রতি রোজার জন্য কাফফারাস্বরূপ ৬০ রোজা রাখবে। সম্ভব না হলে ৬০ মিসকিনকে খাবার দেবে।
তথ্যসূত্র : আল মাবসুত লিস সরখসি : ৩/৭৩, আদ্দুররুল মুখতার : ২/৪১৩, রদ্দুল মুহতার : ২/৪১২, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৫/৪৬৩)


আরো সংবাদ



premium cement