১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


সৈয়দপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

সৈয়দপুরে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু। - ছবি : নয়া দিগন্ত

বন্ধুদের সাথে শখের বসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাজু (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাজু সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কয়ানিজপাড়া দোলাপাড়ার জাবেদ আলীর ছেলে।

জানা যায়, সকাল ১১টার দিকে পাঁচ বন্ধু মিলে গোসল করতে আসে ধলাগাছ এলাকার মতি জোতদারের পুকুরে। কেউ সাঁতার কাটা, কেউবা ডুব দিয়ে গোসল করায় মেতে ছিল। এ সময় অনেকে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি চলে যায়। আবার ফিরে আসে। কিন্তু হঠাৎ খেয়াল করে দেখতে পায় সাজু কোথাও নেই। অনেক সময় অপেক্ষা করেও সাজুর কোনো হদিস না পেয়ে খোঁজাখুঁজি করে। কিন্তু তাতেও সফল না হয়ে চিৎকার শুরু করে। এতে পথচারী ও এলাকাবাসী বিষয়টি জানতে পেরে প্রথমে নিজেরা পানিতে নেমে খোঁজ করে। না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় সাজুর লাশ পুকুরের মাঝখান থেকে উদ্ধার করে। এ সময় পুকুরে ডুবে যাওয়ার খবরে হাজার হাজার মানুষ পুকুরের চারপাশে সমবেত হয়। তাছাড়া সাজুর পরিবারের লোকজন ও স্থানীয় জন প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃ

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার খুরশীদ আলম বলেন, খবর পেয়ে দীর্ঘ সময় চেষ্টার পর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম এ বিষয়ে কোনো খবর জানা নাই বলে জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement