২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লালমনিরহাটে রেস্টুরেন্টে খেয়ে অসুস্থ ২২

লালমনিরহাটে রেস্টুরেন্টে খেয়ে অসুস্থ ২২। - ছবি : নয়া দিগন্ত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন গুরুতর অসুস্থ হয়েছে।

রোববার সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসাধীন দেখা যায়।

জানা গেছে, শনিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে পরাটা ও ডাল খেয়ে তাদের পাঁচ থেকে আট ঘণ্টা পর পেটে ব্যথা, বার বার পাতলা পায়খানাসহ বমি, জ্বর হতে থাকে। পরিবারের লোকজন তাদের শনিবার রাতে ও রোববার সকালে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. আল আকসা জানান, রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে প্রায় ২২ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চিকিৎসাধীন রবিউল ইসলাম বলেন, ‘সকালে ওই রেস্টুরেন্টে নাস্তা খেয়ে কাজে বের হই। এরপর পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা হতে থাকে। পরে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হয়েছি।’

রেদওয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানকে রেস্টুরেন্টে না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন বলেন, অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া থেকে এমন হতে পারে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সকল