২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মিঠাপুকুরে শিক্ষক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

মিঠাপুকুরে শিক্ষক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি - ছবি : নয়া দিগন্ত

রংপুরের মিঠাপুকুরে শিক্ষক আ: রাজ্জাক হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী
মানববন্ধন করেছেন।

বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মিঠাপুকুর-সাহেবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় দেড় ঘণ্টা এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

আ: রাজ্জাক মিঠাপুকুর উপজেলার আন্দার কোটা গ্রামের মরহুম আ: রশিদের ছেলে। তিনি তালিমগঞ্জ মাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দার কোটা গ্রামের দু’টি মসজিদের জমিজমা-সংক্রান্ত বিষয়ে দু’কমিটির মধ্যে বিবাদ চলছিল। চলমান বিবাদের ওই সম্পদ দু’মসজিদের নামেই সমানভাবে ভাগ করে নিয়ে মামলাসহ সকল বিরোধ নিষ্পত্তির কথা বলেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব আন্দার কোটা গ্রামের মসজিদ কমিটির সভাপতি আব্দুল গংসহ ওই গ্রামের কতিপয় লোকজন রোববার সকালে মারধরের ভয়ভীতি প্রদর্শন করে। পরে তিনি এ ঘটনাকে কেন্দ্র করে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করে নিজ বাড়িতে চলে যান।

পরদিন সোমবার আান্দার কোটা পুর্ব পাড়া জামে মসজিদের সভাপতি আবদুল মোন্নাফ গং শিক্ষক আবদুর রাজ্জাককে লাঠি দিয়ে মারপিট করে গুরুতর আহত করেন। এ সময় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানায় এ অভিযোগ দেয়া হলে পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। নিহতের স্ত্রী মিঠাপুকুর থানায় একটি মামলা করলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফার করতে পারেনি। পুলিশ বলছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আরো সংবাদ



premium cement
এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি

সকল