০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


হিলি স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ

হিলি স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ - ছবি : নয়া দিগন্ত

ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দিবসটি উপলক্ষে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সকাল থেকে পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া হচ্ছে না।

বন্দরের বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ ২৬ জানুয়ারি ভারতে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। এর ফলে শনিবার সকাল থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদিউজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধের সাথে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। বছরের প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে বলে জানান তিনি।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement