১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলকদ ১৪৪৫
`


বালিয়াডাঙ্গীতে বিষপানে ২ জনের আত্মহত্যা

বালিয়াডাঙ্গীতে বিষপানে ২ জনের আত্মহত্যা। - প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পারিবারিক কলহের কারণে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাজমীন আক্তার (১৮) নামে এক গৃহবধূ ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ও আব্দুর রাজ্জাক (১৯) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার চড়তা বিশ্রামপুর গ্রামের জুয়েল রানার স্ত্রী পারিবারিক কলহের কারণে রোববার দুপুর ১২টার দিকে শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে পার্শবর্তী বিশ্রামপুর গ্রামের সলিম উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক শনিবার সন্ধ্যায় বাড়ির সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হন। পরে স্বজনেরা টের পেয়ে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ দু’টির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দু’টিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কলহের জেরে বাড়ির সবার অজান্তে দুজন আতহত্যা করেন। এ ব্যাপারে গতকাল বালিয়াডাঙ্গী থানায় পৃথকভাবে দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ



premium cement