০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


পঞ্চগড়ে পঞ্চম বারের মতো রেড কোরাল কুকরি সাপ উদ্ধার

পঞ্চগড়ে পঞ্চম বারের মতো রেড কোরাল কুকরি সাপ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

পঞ্চগড়ে পর পর পঞ্চম বারের মতো নতুন প্রজাতির আরেকটি রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাত ৯টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালসীরি ইউনিয়নের কালিয়াগঞ্জ মোটাপাড়া এলাকার একটি রাস্তা থেকে সাপটি উদ্ধার করেন বণ্যপ্রাণী সংরক্ষক ও উদ্ধারকারী সহিদুল ইসলাম (বিএসএস)।

আজ সোমবার সন্ধ্যায় সাপটি অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সহিদুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়রা রাতে রাস্তায় সাপটিকে দেখতে পেয়ে না মেরে আটক করে আমাকে খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি।

‘মানুষ এখন মোটামুটি ভাবে সচেতন হয়েছে, সাপ দেখলে না মেরে উদ্ধারকারীকে খবর দিচ্ছে।’

তিনি আরো বলেন, সাপটি দিনের বেলা সূর্যের আলোকে তেমন ভাবে সহ্য করতে পারে না, যার কারণে সন্ধ্যায় সাপটিকে অবমুক্ত করা হবে।’

এদিকে গত ৭ ফেব্রুয়ারি একই এলাকা থেকে আহত অবস্থায় প্রথম বারের মতো উদ্ধার করা হয় এই সাপ। পরে ২৬ ফেব্রুয়ারি সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে দ্বিতীয় বারের মতো মৃত অবস্থায়, ২০ এপ্রিল টুনিরহাট এলাকা থেকে তৃতীয় বারের মতো জীবিত এবং
১০ মে একই এলাকা থেকে চতুর্থ বারের মতো মৃত এ জাতীয় আরেকটি সাপ অবস্থায় উদ্ধার হয়।


আরো সংবাদ



premium cement