২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম

-

প্রায় আড়াইমাস বন্ধের পর সোমবার বেলা ১২টা থেকে আবার শুরু হলো হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনার শর্তে বন্দরে পণ্য আমদানি-রফতানিতে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

বিশ্বব্যাপি করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে গত ২৫ মার্চ বন্ধ করে দেয়া হয় হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে এত দিন বন্দর দিয়ে কোনো পণ্য বাহি ট্রাক দেশে প্রবেশ করেনি এবং দেশ থেকেও কোনো ট্রাক পণ্য নিয়ে ভারতে যায়নি।

ভারতের হিলি এক্সপোটার্স এসোসিয়েশনের সম্পাদক সঞ্জিত কুমার জানান, এসব শর্তের মধ্যে রয়েছে, ভারত থেকে আমদানিকৃত প্রতিটি ট্রাকে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করতে হবে। সেইসাথে জিবাণুনাশক টানেলর মাধ্যমে চালক-হেলপারদের যাতয়াত করতে হবে। প্রতিটি চালক ও হেলপারদের মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ভারত থেকে পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের পর ভারতীয় ট্রাক চালকরা ওই দিনই আবার ভারতে ফিরে আসবে। এমনি ভাবে প্রতিদিন ২০টি করে মোট ৪০ ট্রাক পণ্য বাংলাদেশে রফতানি করবে ভারতের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানিকারক সহ-সভাপতি শাহিনুর রেজা শাহিন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় ৭৫ দিন মাস বন্ধ থাকার পর দুই দেশের শর্ত সাপেক্ষে বন্দর খুলে দেয়া হলো। তিনি জানান, দীর্ঘদিন পর ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পূনরায় শুরু হওয়ায় বন্দর এলাকায় আবারো প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

 


আরো সংবাদ



premium cement
‘বাবে কাবা’ নামের উপহারের দামি কলমটি তোষাখানায় দিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি লোকসভা ভোট : রেকর্ড করল কাশ্মীরের বারামুলা বিএসটিআইকে আন্তর্জাতিক মানের করতে সরকার কাজ করছে : শিল্পমন্ত্রী ভিন্ন এক শুরুর অপেক্ষায় বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ টি ব্রডগেজ যাত্রবাহী বগি সংগ্রহে চুক্তি স্বাক্ষর কোপা আমেরিকায় প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার বিবিএস কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগ ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইরানের শোকের দিনে সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত নির্বাচন কমিশনারদের বেতন-সুবিধা সংক্রান্ত আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন মূলধন লাভের ওপর নতুন কর আরোপ না করতে ডিএসই চেয়ারম্যানের আহ্বান ব্যাটারিচালিত রিকশা আবার চালুর সিদ্ধান্তে যে প্রতিক্রিয়া

সকল