২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দিনাজপুর হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম

দিনাজপুর হিলিতে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম - সংগৃহীত

দেশের অন্যতম স্থলবন্দর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে সম্প্রতি ভারত থেকে আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দু’দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি ৭ থেকে ৮ টাকা কমেছে। ভারত থেকে ট্রেনযোগে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আগামীতে আরও দাম কমার আভাস আমদানি-রপ্তানিকারকদের।

চলতি সপ্তাহে দু’দিনে ভারতীয় মালবাহী ট্রেনে করে ৮৪টি বগিতে ৩ হাজার ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চাহিদার তুলনায় পেঁয়াজের সরবারহ বৃদ্ধি পাওয়ায় অন্যদিকে ক্রেতা সংকট থাকায় কমেছে আমদানি করা এসব পেঁয়াজের দাম। গত দু’দিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে কমেছে ৭ থেকে ৮ টাকা। গত দু’দিন আগেও হিলি স্থলবন্দরের আড়ৎগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ২৫ থেকে ২৬ টাকা দরে। আর সেই পেঁয়াজ গতকাল বৃহস্পতিবার সকালে হিলির পাইকারি বাজারে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকলেও রেলযোগে ভারতের নাসিক থেকে মালবাহী ট্রেনে করে আমদানি করা হচ্ছে এসব পেঁয়াজ। আড়ৎগুলোতে পেঁয়াজে সরবরাহ বেড়ে যাওয়ায় অন্যদিকে ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন এখানকার আমদানিকারক ব্যবসায়ীরা। এভাবে ভারত থেকে ট্রেনে করে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে সামনে দাম আরও কমবে বলে আভাসও দিয়েছেন আমদানি-রপ্তানিকারকরা।


আরো সংবাদ



premium cement

সকল