২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

করোনার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

করোনার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভারতের পশ্চিমবঙ্গে চলা লকডাউনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বন্ধ রেখেছে ভারতীয় কর্তৃপক্ষ। ফলে মঙ্গলবার সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে দেশে প্রবেশ করেনি।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, পশ্চিমবঙ্গে লকডাউন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। লকডাউন শেষে বন্দরের আমদানি-রফতানি পুনরায় চালু হবে।

এদিকে বন্দর দিয়ে আজ আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে পানামা ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক গতিতে চলছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিকদের ভারতে প্রবেশ বন্ধ করে দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে ভারতীয় নাগরিকরা তাদের দেশে প্রবেশ করতে পারছেন না। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করতে পারবে।


আরো সংবাদ



premium cement