০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


করোনা আতঙ্কে হুলস্থূল ছড়ালো কোম্পানি থেকে হাসপাতালে

- প্রতীকী ছবি

নীলফামারীতে শনিবার সকালে পরচুলা তৈরির কারখানা গোল্ডেন টাইমিং বিডি লিমিটেডের ২৮ জন নারী শ্রমিক করোনা আতংকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, সকালে ১০টায় সদরের উকিলের মোড় চেতাশার ঘুন্টির ওই কোম্পানির ১ নম্বর ফ্লোরে কেমিক্যালের গন্ধে একজন নারী শ্রমিক হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই শ্রমিক জ্ঞান হারিয়েছেন- এমন গুজব ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে ১ নম্বর ফ্লোরের বেশ কিছু শ্রমিক জ্ঞান হারান। অনেকে আবার হুড়াহুড়ি করে বাইরে বেরিয়ে আসতে গিয়ে আহত হন।

পরে আহত ও জ্ঞান হারিয়ে ফেলা শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টা পর্যন্ত ওই কোম্পানির ২৮ জন শ্রমিককে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় হাসপাতালের ভর্তি থাকা অন্য রোগীরা করোনা ভাইরাস আতংকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে শুরু করেন।

ওই কারখানার লাইনম্যান লাকি আখতার বলেন, সকাল ৭টার দিকে শ্রমিকেরা এসে কাজে যোগ দেন। তারা সকলেই যে যার মতো কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত একজন শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। প্রতিষ্ঠানটি চীনের কোম্পানি পরিচালনা করায় করোনা আতংক ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে। অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়।

এব্যাপারে গোল্ডেন টাইমিং বিডি লিমিটেডের জুনিয়র নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, এক শ্রমিক কেমিক্যালের গন্ধে জ্ঞান হারালে অন্য শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।

নীলফামারী আধুনিক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মো: আশিকুর রহমান বলেন, কোম্পানির শ্রমিকরা গণহিস্টেরিয়া নামক রোগে আক্রান্ত হয়েছেন, যা একটি মনস্তাত্বিক রোগ। একজনের হলে অন্যরাও আতংকে ওই রোগে আক্রান্ত হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব নেই। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।


আরো সংবাদ



premium cement
মিল্টন সমাদ্দার আটক ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত শ্রমিকের ন্যায্য দাবি মেনে নিতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান গাজায় যুদ্ধ বন্ধে রাজি হবো না : ব্লিনকেনকে নেতানিয়াহু আর ইশারা নয়, সরাসরি মুসলিমদের নিশানা করেই ভোট প্রচারে মোদি বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের নিপীড়িতরাই বিজয়ী হ‌বে : রিজভী ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর ইসরাইলি সমর্থকদের হামলা অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড গঠন করুন : বিএফইউজে ও ডিইউজে নেতারা হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে : ধর্মমন্ত্রী ই-মেইলে বোমার হুমকি : বন্ধ দেয়া হলো দিল্লির ১০০ স্কুল

সকল