১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


রৌমারীতে ট্রলির ধাক্কায় ড্রাইভার নিহত-১ আহত-৫

-

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ট্রলির ধাক্কায় হাসান মিয়া (২৫) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান উপজেলার যাদুরচর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাসান ও নাজমুল নামের দু’জন অবৈধ ট্রলির ড্রাইভার ব্রহ্মপুত্র নদ থেকে বালু ভর্তি করে কর্তিমারী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় প্রতিযোগীতা করে নাজমুল নামে ড্রাইভার সড়ক পার হওয়ার সময় হাসানের ট্রলির পিছনে ধাক্কা দিলে দুইটি ট্রলি সড়কের নিচে আবু সাঈদের থাকার ঘরের ওপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হাসান মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হয় নাজমুল (২৫), শাহিন,(২০),শাহিন (২৫), সুমন (১২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। টলির মালিক দিগলাপাড়া গ্রামের ইমান আলী বলে জানা গেছে।
কর্তব্যরত চিকিৎসক অনুপ কুমার হাসানকে মৃত্যু বলে ঘোষণা করেন। পরে স্বজনরা তরিঘরি করে হাসানের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলওয়ার হাসান ইনাম বলেন, নিহত ও আহতদের পক্ষে থেকে কোন মামলা করবে না। লাশ তার স্বজনরা নিয়ে গেছে।


আরো সংবাদ



premium cement
মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গাজায় নিজেদের গুলিতে পাঁচ ইসরাইল সেনা নিহত ৪ হাজার কর্মী ছাঁটাই করবে তোশিবা নাইক্ষ‍্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার ভবিষ্যতে চট্টগ্রাম বন্দর অন্য দেশেও এর কার্যক্রম চালাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায় অবদান রাখতে আগ্রহী অস্ট্রেলিয়া ২০৪১ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন চায় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূত ও ইউএনএইচসিআর প্রতিনিধির সাক্ষাৎ বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিএমপি কমিশনার চামড়া শিল্পকে বাঁচাতে পরিবেশবান্ধব বিনিয়োগ বাড়াতে হবে : পরিবেশমন্ত্রী প্রার্থিতা দিতে হাইকোর্টের আদেশ বাতিল, সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা

সকল