১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


গাইবান্ধায় মেয়রপুত্র সাম্য হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

সাম্য হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে গাইবান্ধার আদালত - নয়া দিগন্ত

গাইবান্ধায় আলোচিত কিশোর সাম্য হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- শাহরিয়ার সরকার হৃদয়, রকিবুল হাসান সজিব ও মাহমুদুল হাসান জাকির।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ প্রধান সুজন, আল আমিন ইসলাম (১), রাবেয়া বেগম, আল আমিন (২), শিমুল মিয়া, রুনা বেগম, জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানের একমাত্র পুত্র আশিকুর রহমান সাম্যকে তার বন্ধু হৃদয়সহ কয়েকজন ডেকে নিয়ে যায়।

মামলার বাদী নিহতের বাবা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই রাতেই তাকে হত্যা করে বটতলা এলাকায় একটি পরিত্যাক্ত সেফটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখে। পরদিন ২৫ সেপ্টেম্বর সাম্যর লাশ পাওয়া যায়।

পরে সাম্যর বাবা বাদী হয়ে পৌর কমিশনার জয়নাল আবেদীনসহ ১১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘদিন তদন্তের পর এ মামলার ১১ জন আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত সাক্ষ্যপ্রমাণ শেষে গাইবান্ধার জেলা ও দায়রা জজ এ রায় দেয়।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি সফিকুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মিজানুর রহমান।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
‘অস্ত্র তাক করলে মনে হতো মায়ের কাছে ফেরা হবে না’ জর্জিয়ার‘বিদেশী প্রভাব' আইন নিয়ে ভলকার তুর্কের গভীর দুঃখ প্রকাশ সাকিব- মাহমুদউল্লাহকে বিশেষ উপহার দিতে চান শান্ত, আছে চাওয়াও চার শ’ অনেক দূর, বিজেপির হাত থেকে কি সংখ্যাগরিষ্ঠতাও ফসকে যাচ্ছে? নোয়াখালীতে আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রস্তুতি নিয়ে তৃপ্ত কোচ-অধিনায়ক, ছাপিয়ে যেতে চান আগের সব আসরকে পেছনে নয়, আমরা সামনে তাকাতে চাই : ডোনাল্ড লু বগুড়ায় আ’লীগ নেতা খুনের আসামি খুন মিরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে গ্রেনেড সাদৃশ্য বস্তুর উদ্ধার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসাথে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : পরিবেশমন্ত্রী ফের ৫২ জনকে বহিষ্কার করলো বিএনপি

সকল