১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


পাটগ্রামে ভারতীয় ট্রাকের পিছনে সিএনজির ধাক্কা, নিহত ২

- সংগৃহীত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে ভারতীয় ট্রাকের সাথে যাত্রীবাহী একটি সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহত দু’জন হলেন- জেলার পাটগ্রাম পৌর এলাকার সহিবার রহমানের ছেলে আয়নাল হক (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার আন্দুরুপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে আবুল হাশেম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোরবার রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি (মাহিন্দ্র) পাটগ্রাম বাজারের দিকে যাওয়ার সময় বুড়িমারী আহার উদ্দিন ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি ভারতীয় ট্রাক (অঝ-১৭৯২৬৩) সাথে সজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে আবুল হাশেম ও আয়নাল নিহত হয়। নিহত আয়নাল পাটগ্রাম বাজারে দর্জির দোকানে কাজ করেন ও নিহত আবুল হাশেম বিড মেশিন মালিক হিসাবে উপজেলার ধবলগুড়ি এলাকায় একটি প্রকল্পের কাজ করছিলেন।

গুরুতর আহত সিএনজি চালক শাহিনুর (৩০), নুরনবী (২১) ও মোজাম্মেলকে (৩০) প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রংপুর হাসপাতালে পাঠানো হয়। তাদের তিনজনের বাড়ি পাটগ্রাম উপজেলায়।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় ট্রাকটিকে দাঁড়ানো অবস্থায় সিএনজি পেছন দিক থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার ঢাকা মেডিক্যাল কেন্দ্রিক কোনো দালাল থাকবে না : বাহাউদ্দিন নাছিম বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর রংপুরে মুক্তিযুদ্ধের সময়কার ৩টি এলএমএনজি অস্ত্র ও গুলি উদ্ধার দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও ৫ কোটি টাকা আত্মসাতের দায়ে টিএমএসএস-এর সাবেক পরিচালকের জেল ও জরিমানা তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩০০ কেজি পাঙ্গাসের পোনা আটক আওয়ামী লীগ কারো দয়া-দাক্ষিণ্য নিয়ে ক্ষমতায় আসেনি : নানক নির্বাচনের মাঝেই ইন্ডিয়া জোট নিয়ে কেন ‘সুর বদল’ মমতা ব্যানার্জীর? গঙ্গার পানির নায্য হিস্যা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রংপুর খামারিদের মানববন্ধন

সকল