১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলকদ ১৪৪৫
`


সৈয়দপুরে ইউপি সদস্যকে পিটিয়েছেন স্কুল শিক্ষক

-

নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আবেদা সুলতানা।

এলাকাবাসী জানান, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর ফকিরপাড়া গ্রামে সংরক্ষিত মহিলা সদস্য আবেদা সুলতানার জমিতে অবৈধভাবে বালু ফেলে এবং বাশ কেটে জায়গা দখলের চেষ্টা করা হয়। পার্শবর্তী বাড়ীর মালিক শিশু মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম। পুকুর থেকে মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে নিজের বাড়ীর আঙ্গিনা উচু করার জন্য। কিন্তু তিনি তা না করে ট্রলি লাগিয়ে বালু বিক্রি করতে থাকে। এতে মহিলা সদস্য বাঁধা দিলে গত ৩ নভেম্বর সকালে এলোপাথারি মারডাং করে স্কুল শিক্ষক জাহিদুল ও তার পরিবারের সদস্যরা। গুরুত্বর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করানো হয়। গত ৫ অক্টোবর কিছুটা সুস্থ্য হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে ৬ জনকে অভিযুক্ত করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মৃত তফির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪০), তার স্ত্রী মায়া বেগম (৩০), ফজলে রাব্বী (৩৫), কামরুল (৩০), লাভলী (২৫) ও বিপ্লবী (২২)।

মহিলা সদস্য আবেদা সুলতানা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, আমি একজন মহিলা সদস্য, আমাকে জাহিদুল মাষ্টার, তার ভাই ও ভাইয়ের স্ত্রীরা এলোপাথারি মারডাং শুরু করে পরনের কাপড় ছিড়ে ফেলে। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। থানায় অভিযোগ করায় আমাকে প্রাণ নাশের ভয়ভীতি প্রদান করছেন। আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ন্যায় বিচার চাই।

অভিযুক্ত স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার জমিতে বালু ভরাট করেছি। আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ন মিথ্যা।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে হত্যা মামলায় কিশোরের ৮ বছরের কারাদণ্ড তাসকিনের জন্যে বেড়েছে বিশ্বকাপ দল ঘোষণার অপেক্ষা যে দ্বীপের মানুষ ১০০ বছর পর্যন্ত বাঁচে! বাবার লাশ কবরে রেখে পরীক্ষা, জিপিএ ৫ পেলেন সেই শিক্ষার্থী ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫০০ ফিলিস্তিনি ডাক্তার-চিকিৎসাকর্মী নিহত স্পেনের কাতালোনিয়ায় সমাজবাদীদের জয় ‘বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে’ : ডা. শফিকুর রহমান হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি সৌদি রাষ্ট্রদূতের মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট বিভাজন থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত : মির্জা ফখরুল নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার মাশুল দিতে হবে : কাদের

সকল