১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত - প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাইফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো একজন।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম রাধানগর ইউনিয়নের মৃত হাসান আলীর ছেলে এবং আহত রাজু হলেন একই ইউনিয়নের ভোলার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ।

ওসি বলেন, বিএসএফ এর গুলিতে একজন নিহত ও একজন আহতের বিষয়ে শুনেছি। ঘটনা জানার পর আমাদের একটি টিম পাঠানো হয়েছিল। ঘটনাটি ভারতের অভ্যন্তরীণ। শুনেছি লাশ বিএসএফ নিয়ে গেছে।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

রাধানগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বলেন, ভারত থেকে গরু আনার জন্য মঙ্গলবার দিবাগত রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যায় কয়েকজন যুবক। এই সময় বিএসএফের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে সাইফুল ইসলাম নিহত হন। এই ঘটনার পর সাইফুল ইসলামের লাশ বিএসএফ নিয়ে যায়।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় কোল্ড স্টোরে ৫ লাখ ডিম, জরিমানা আদায় টাচেলকে আগামী মৌসুমেও দলে রাখার চেষ্টা করবে বায়ার্ন চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী আলো দূষণ কী এবং এর প্রভাবে কী কী ক্ষতি হয় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সুযোগ দেখছেন কারস্টেন নিউইয়র্কে নিলামে ক্লদ মনে পেইন্টিং ৩৫ মিলিয়ন ডলারে বিক্রি পূর্বধলায় শিক্ষার্থীর লাশ বিল থেকে উদ্ধার তুরস্কের কায়সেরি উচ্চতর ইসলামী গবেষণা কেন্দ্রে ইফতা বিভাগে প্রথম বাংলাদেশের আমিনুল রাহুল গান্ধীর সম্পত্তি ২০ কোটি, সস্ত্রীক অমিত শাহর ৬৫ কোটি ডেঙ্গু রোগীর বাড়িসহ আশপাশে সচেতনতা জোরদারের তাগিদ মেয়র আতিকুলের নিউক্যাসলকে হারিয়ে ইউরোপের আশা টিকিয়ে রাখলো ইউনাইটেড

সকল