২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রায়গঞ্জে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। - ছবি : নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

শনিবার (১ এপ্রিল) মেলা উদ্বোধন করেন রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করে।

এ উপলক্ষে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার উপসহকারী কৃষি অফিসার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি দাস, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুর রউফ।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকরা উপস্থিত ছিলেন।

মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আটটি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

মেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধনের আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।


আরো সংবাদ



premium cement