এসএসসি পাশ করল সিংড়ার প্রতিবন্ধী রাসেল
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ২৮ নভেম্বর ২০২২, ২১:২১

স্বাভাবিকের চেয়ে অনেক ছোট একটি পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া রাসেল মৃধা পাশ করেছে। সে এবার এসএসসিতে জিপিএ-৩.৮৮ পেয়েছে। তার দুই হাত ও এক পা নেই। তবুও এ শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি।
রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। সে এবার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। রাসেল মৃধা এ প্রতিবেদকের কাছে উচ্চ শিক্ষা গ্রহণ করে একটি সরকারি চাকরির ইচ্ছা পোষণ করেন।
শিক্ষার্থী রাসেল মৃধার বাবা দিনমজুর আব্দুর রহিম মৃধা বলেন, ছেলের ফলাফলে বেশ খুশি। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবেন। কিন্তু অভাব-অনাটনের সংসারে ছেলের লেখাপড়া বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী রাসেলের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা