২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আদমদীঘিতে ১২২ পিস অ্যাম্পুলসহ দুই মাদক কারবারি আটক

আদমদীঘিতে ১২২ পিস অ্যাম্পুলসহ দুই মাদক কারবারি আটক - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার আদমদীঘিতে ১২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইঞ্জেকশনসহ রাজিব (২৭) ও মামুন হোসেন (২৯) নামের দুই মাদক করাবারিকে আটক করেছে পুলিশ।

উপজেলার সান্তাহার এলাকা থেকে তাদের দুজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক রাজিব নওগাঁর আত্রাই উপজেলার ভর তেতুলিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং মামুন একই গ্রামের সোলায়মান সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০টার দিকে তিলকপুর থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা সান্তাহার পৌর শহরের হবীরমোড় এলাকায় পৌঁছালে সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই গাড়িতে যাত্রীবেশে থাকা দুই যুবকের দেহ তল্লাশিকালে তাদের দুই পায়ের উপরের অংশে স্কচটেপ দিয়ে মোড়ানো ১২২ পিস নেশাজাতীয় অ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধারসহ তাদের আটক করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী জানান, চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদকসহ তাদের আটক করা হয়। শনিবার সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement