০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


সিরাজগঞ্জে 'উগ্রবাদী আস্তানা' সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

সিরাজগঞ্জে 'উগ্রবাদী আস্তানা' সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব - ছবি - সংগৃহীত

‘উগ্রবাদী আস্তানা’ সন্দেহে সিরাজগঞ্জের শাহাজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাড়িটিতে একাধিক সশস্ত্র ব্যক্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভোর ৫টা থেকে ওই বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘উগ্রবাদী আস্তানা সন্দেহে আমরা ওই বাড়িটি ঘিরে রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম আসছে।’

এদিকে র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ওই বাড়ির আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু হবে।


আরো সংবাদ



premium cement