২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শাহজাদপুরে ঘুড়ি উৎসব শুরু

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুড়ি বনানো ও উড়ানোর উৎসবে ঘুড়ি নিয়ে উড়াতে যাচ্ছে শিশু, কিশোররা - নয়া দিগন্ত

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘুড়ি বনানো ও উড়ানোর উৎসব শুরু হয়েছে। একদিকে করোনা ভাইরাসের প্রভাব, অন্যদিকে শাহজাদপুর লকডাউন থাকায় সকল শ্রেনীর মানুষ এখন ঘুড়ি উড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। ঘুড়ি উড়ানো যেন একটা উৎসবে পরিণত হয়েছে। পাড়া মহল্লা, বিল্ডিং-এর ছাদে, স্কুল মাঠ, কলেজ মাঠ, জমির মধ্যে ঘুড়ি উড়াতে দেখা গেছে। বিভিন্ন রঙ বেরঙ এবং নতুন ধরনের আকর্ষণীয় ঘুড়ি উড়াতে দেখা গেছে। এই সুযোগে অনেককে ঘুড়ি তৈরি করে দামে বিক্রি করতে দেখা গেছে।

জানা গেছে, পাকিস্তান আমলে শাহজাদুপুরের মানুষ অনেক ঘুড়ি বানিয়ে মাঠ ঘাটে উড়াত। দীর্ঘদিন পর সেই হারিয়ে যাওয়া উৎব যেন আবার ফিরে এসেছে। বিকেল হলেই দেখা যায় সব বয়সের মানুষ ঘুড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। শিশু, যুবক, বয়স্ক সব ধরনের মানুষ মাঠে ঘুড়ি উড়াচ্ছে। অনেকে আবার রাতে ঘুড়ির সাথে লাইট লাগিয়ে উড়াতে দেখা গেছে।

শাহজাদপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র রবিন আকন্দ জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে শাহজাদপুরে অনেককেই ঘুড়ি উড়াতে দেখা যাচ্ছে। এর মধ্যে বেশির ভাগ ব্যবসায়ী। দোকান বন্ধ থাকায় বিকেলে ব্যাবসায়ীরা ঘুড়ি উড়াচ্ছে। এ যেন হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে এসেছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জোহা জানান, ঘুড়ি অতি উৎসাহের জিনিস, শাহজাদপুরের মানুষ ঘুড়ি উড়াতে পছন্দ করে। তাই দিনে ও রাতে ঘুড়ি উড়াতে দেখা গেছে। আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়, তিনি সবাইকে নিয়মনীতির মধ্যে থাকার আহবান জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল