০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় রেকটিফাইড স্পিরিট পানে ২ জনের মৃত্যু

-

বগুড়ার ধুনটে রেকটিফাইড স্পিরিট পানে দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট বাজারে তারা স্পিরিট পান করেন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ঈশ্বরঘাট গ্রামের আব্দুর রশিদের পুত্র কসাই আল আমিন (২৮) ও একই গ্রামের হাফিজুর রহমানের পুত্র গাড়ি চালক আব্দুল আলিম (৩০)। এসময় লালন (৩০) নামে আরো একজন অসুস্থ হয়েছে। তবে সে কোথাও চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। সে একই গ্রামের মোজাম্মেল হকের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে তারা এক সাথে পাঁচজন ঈশ্বরঘাট বাজারে এক সাথে রেকটিফাইড স্পিরিট (আরএস) পান করে। এরপর তারা বাসায় ফিরলে অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে আল আমিন রাতে অসুস্থ্য হয়ে নিজ বাড়িতে মারা যান। সে পেশায় একজন কসাই। তার অপর সাথী আব্দুল আলিম অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধুনট হাসপাতাল নেয়া হয়। গুরুতর অসুস্থ্য হলে সেখান থেকে রাতে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় তিনি মারা যান। তিনি ঢাকায় গাড়িচালক বলে জানা গেছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মন্ডল আব্দুল আলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মদ জাতীয় কিছু পান করে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ময়না তদন্তের ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় মাদক সেবীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আরো সংবাদ



premium cement
রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি

সকল