০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


করোনাভাইরাস : রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

-

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী বাস মালিক সমিতি ও জেলা মোটরশ্রমিক ইউনিয়ন যৌথভাবে বৃহস্পতিবার বিকেল থেকে এ বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনো রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলছে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, রাজশাহীকে করোনাভাইরাসমুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেয়ার অনুরোধ করা হয়। তাই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে রাজশাহীর জেলাগুলোর সাথে সীমিত সংখ্যায় বাস চলাচল করছে বলে জানান তিনি।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো সাংবাদিকদের জানান, করোনাভাইরাসের প্রভাবে এরই মধ্যে মানুষের চলাচল কমে গেছে। এতে বাসের যাত্রী কম হচ্ছে। তেলের টাকাও উঠছে না। ভাইরাসের আতঙ্কে বাসের লোকজনও কাজ করতে চাচ্ছেন না। যাত্রীদের মাধ্যমেও কারোনাভাইরাস ছড়াতে পারে। এ দু’টি বিষয় বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, বিকেলের পর নগরীর শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সেখান থেকে রাজশাহী-ঢাকা রুটসহ দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে কোনেরকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে তারা ট্রেনের টিকিটের জন্য রেলওয়ে স্টেশনে ভিড় করেন।


আরো সংবাদ



premium cement
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ প্রবল কালবৈশাখী ও শিলাবৃষ্টি হতে পারে সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের মোস্তাফিজের মেইডেন দিয়ে আলোচনা ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ

সকল