০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, ৫৫ জুয়াড়ির কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত জুয়াড়িরা - ছবি : নয়া দিগন্ত

বগুড়ায় জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরের সহকারী কমিশনার বীর আমির হামযা এ রায় প্রদান করেন।

বুধবার বগুড়া শহরের ভবের বাজারস্থ আন্তঃজেলা ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে রাত ৮টা থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ভবের বাজার ট্রাক টার্মিনালের বিশ্রামাগারে র‌্যাবের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় সেখানে জুয়া খেলা অবস্থায় ৫৫ ব্যক্তিকে পাওয়া যায়। তারা টাকার বিনিময়ে খেলছিলেন। এসময় তাদের আটক করে সেখান থেকে জুয়ার সরঞ্জাম হিসেবে তাস ও নগদ ২ লক্ষ ৫৬ হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়। এরপর তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে  ১৫ দিনের কারাদণ্ড মঞ্জুর করে। দণ্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। জুয়াড়িদের অধিকাংশই পরিবহন শ্রমিক বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement