০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


হাসপাতালে জন্মের পরই শিশুকে নিয়ে উধাও প্রতারক

নবজাতক - -ফাইল ছবি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জন্মের পর পরই চুরি হয়ে গেল নবজাতক পুত্রসন্তান। হাসপাতালের গাইনি বিভাগ থেকে শিশুটি বুধবার চুরি হয়। চুরি হওয়ার পর থেকে শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার বেলঘড়িয়া গ্রামের সৌরভের স্ত্রী নাহিদা বেগম প্রসব বেদনা উঠলে মঙ্গলবার রাতে শজিমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন থিয়েটারেই নাহিদা স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন। এরপর কর্তব্যরত নার্সরা ওই নবজাতককে নিয়ে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষমাণ নাহিদা বেগমের সঙ্গে আসা তার নানী শাশুড়ি ওবেদা বেগমের কোলে দেন।

ওবেদা বেগম জানায়, অপরিচিত এক মহিলা শিশুটি অসুস্থ তাকে চিকিৎসা দিতে হবে বলে বাচ্চাটিকে নিজের কোলে নেয়। এসময় ওই মহিলা ওবেদাকে তার সঙ্গে যেতে বলে। পরে নিচতলায় নামার সময় ভিড়ের মধ্যে শিশুটিকে কোলে নিয়ে ওই মহিলা হারিয়ে যায়।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাটি আদৌ চুরি নাকি কোন স্যাবোটাজ সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলে খবর পাওয়া গেছে। এক মহিলা এসে বাচ্চাটি চিকিৎসা দেয়ার নাম করে নিয়ে যায়। শিশুটি উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

সকল