০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচন করা হলো না আজম খানের

আওয়ামী লীগ
আজম খান - ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য এএইচ আজম খান (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম আজম খানের প্রথম জানাযার নামাজ বাদ জোহর বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এরপর গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এবং নিজ গ্রাম জাইগুলি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন।

উল্লেখ্য, এএইচ আজম খান স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাথে রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৯১ সালে জাসদের মনোনীত প্রার্থী হয়ে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করেন।

দীর্ঘদিন ধরে তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত দুই বার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী

সকল