০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাবিতে ছিনতাইকালে আটক ২

আটককৃত দুই ছিনতাইকারী মমিনুল ইসলাম ও প্রিন্স - নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রলীগ নেতার নিকট থেকে ছিনতাইকালে দুই সন্ত্রাসীকে আটক করেছে মতিহার থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ টায় নগরীর টিকাপাড়া গোরস্থান এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুই ছিনতাইকারীর নাম মমিনুল ইসলাম (২১) ও প্রিন্স (১৬)। এর মধ্যে মমিনুল নগরীর সাগরপাড়া এলাকার মীর জাহানের ছেলে এবং প্রিন্স বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের কর্মচারী ওমর ফারুকের ছেলে।

ছিনতাইয়ের শিকার ভূক্তভোগী শিক্ষার্থী তাসকিফ আল তৌহিদ আরবী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই বিভাগের ছাত্রলীগের সভাপতি।

তাসকিফ বলেন, সন্ধ্যায় আমি বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন আমার সামনে আসে এবং ইবলিশ চত্বরে যাওয়ার রাস্তা জানতে চায়। এসময় দুইজন গলায় ছুরি ধরে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। মোবাইল ফোন ফেরত চাইলে তারা আধঘন্টা পর তাদেরকে কল দিতে বলে।

এসময় আমি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, রেজাউল করিম রাজু ও পুলিশকে ঘটনাটি জানাই।

তিনি আরো জানান, আধঘন্টা পর ফোন দিলে ছিনতাইকারীরা আমাকে টিকাপাড়া গোরস্তানের নিকট আসতে বলে। সাদা পোশাকে পুলিশসহ সেখানে যাওয়ার পর দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয় এবং বাকি দুইজন পালিয়ে যায়।

রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেন, তাসকিফ ছিনতাইয়ের ঘটনাটি জানালে পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে পুলিশ।

মতিহার থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় এবং পরে তাদের নামে একটি মামলা দায়ের করা হয়।


আরো সংবাদ



premium cement
মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ নির্বাচনে লড়ছেন না প্রিয়ঙ্কা! হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা হিন্দ : নিহত ফিলিস্তিনি শিশু এখন যুক্তরাষ্ট্রে আন্দোলনের প্রতীক দুঃসময় শেষ হচ্ছে না মুম্বাইয়ের

সকল