০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


তাড়াশে পাটচাষীদের মুখে হাসি

-

সিরাজগঞ্জের তাড়াশে এ বছর পাটের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে পাট কাটা, জাগ দেয়া, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক- কৃষাণীরা। বাজারে পাটের দামও ভালো। পাটের দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর উপজেলার ৮টি ইউনিয়নের পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৫০ হেক্টর। অনুকূল আবহাওয়া ও প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক পর্যাপ্ত পরিমাণ থাকায় পাট চাষ করা হয়েছে ৪২০ হেক্টর জমিতে।

উপজেলার মাগুরা ইউনিয়নের নাদৌ-সৈয়দপুর গ্রামের পাটচাষী কৃষক রফিকুল ইসলাম বলেন, পাট চাষে খরচ ধানের চেয়ে অনেক কম হওয়ায় গত বছরের চেয়ে এবছর অধিকাংশ জমিতে পাট চাষ করেছি। বিঘাপ্রতি ২ হাজার থেকে ৩ হাজার টাকা খরচ হয়েছে। এ বছর প্রতি বিঘা জমিতে ১০-১২ মণ পাটের ফলন হয়েছে। যার মূল্য বর্তমান বাজারে ২৫ থেকে ২৭ হাজার টাকা।

উপজেলা নওগাঁ ইউনিয়নের সাকুয়া দিঘী গ্রামের পাটচাষী মোকতার জানান, এ বছর আমার ১৫ বিঘা জমিতে পাট চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। পাট বিক্রি করে অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভ হয়েছে।

নওগাঁ হাটের পাট ব্যবসায়ী তরিকুল ইসলাম বলেন, এবছর পাটের দাম ভালো হওয়ায় কেনাবেচা অনেক বেশি। হাটে প্রচুর পরিমাণে পাট কেনাবেচা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, উপজেলায় এ বছর পাটের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছেড়ে অধিক পরিমাণ পাট উৎপাদন করা হয়েছে। কৃষি অফিস থেকে পাটচাষীদের নিয়মিত বিভিন্ন পরামর্শ প্রদানসহ সহায়তা দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল