২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


ক্লাউডভিত্তিক নতুন গেমিং সার্ভিস স্টেডিয়া

-

পিক্সেলের ইভেন্টে স্টেডিয়ার ক্লাউড গেমিং সার্ভিসের ব্যাপারে ঘোষণা দিয়েছে গুগল। গেমিং স্ট্রিমিং প্ল্যাটফর্মটি উন্মোচন করা হবে আজ। গুগলের দেয়া তথ্য অনুযায়ী, ক্রোম ট্যাবে ৪কে রেজুলেশনে ৬০ ফ্রেম পার সেকেন্ডে স্টেডিয়াতে গেম খেলা যাবে। এর জন্য কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন নেই। ডেক্সটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনে চলবে স্টেডিয়া। ২১ পাবলিশারের ৩১টি গেম থাকবে স্টেডিয়াতে। প্রথমে শুধু ১৪টি দেশেই ক্লাউড গেমিং সার্ভিসটি চালু করা হবে। স্টেডিয়া কন্ট্রোলার ও ক্রোমক্রাস্ট আল্ট্রাসহ স্টেডিয়ার ফাউন্ডারস এডিশন প্যাক পাওয়া যাবে ১২৯ ডলারে। স্টেডিয়াতে সাবস্ক্রাইব করলে প্রতি মাসে খরচ করতে হবে ৯ দশমিক ৯ ডলার। তবে ফাউন্ডারস এডিশন প্যাক কিনলে প্রথম তিন মাসের সাবস্ক্রিপশন ফি দিতে হবে না।
পরবর্তীকালে সাবস্ক্রিপশন ফি দেয়ার পাশাপাশি নতুন গেইম পেতে টাকা খরচ করতে হবে। তবে ফ্রিতেও কিছু গেইম খেলারও সুযোগ দেবে গুগল। ফ্রি সংস্করণ স্টেডিয়া বেজ আসতে পারে ২০২০ সালে। কিন্তু সেখানে কোনো গেমই ৪কে রেজুলেশনের হবে না। সবগুলো গেমের রেজুলেশন হবে ফুল এইচডি।


আরো সংবাদ



premium cement