২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


একজন সাহসী যোদ্ধার মিশন

-

ব্যাটলফিল্ড-৫ একটি ফার্স্টপারশন শুটার গেম। গেমটি প্রকাশ করেছে ইলেকট্রনিক আর্টস। গেমটি খেলা যাবে মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন-৪ এবং এক্সবক্স ওয়ানসহ প্রায় সব ফরমেটেই। এখানে গেমারকে খেলতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সাহসী যোদ্ধা হিসেবে। গেমটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ব্যাটলফিল্ড-৫ গেমটির মূল গেমিংয়ে নতুন অভিজ্ঞতা দিতে এতে নতুন ফিচার যোগ করা হয়েছে। এ জন্য গেমার খুব বেশি গুলি নিয়ে প্রাথমিকভাবে খেলতে পারবে না। খেলার ধরনকে একটু কঠিন করা হয়েছে। শত্রুদের ওপর এলোপাতাড়ি গুলি করে মিশন শেষ করা যাবে বিষয়টি এমন নয়। গেমটিতে আপনাকে কখন গুলি করতে হবে আর কখন দূরবর্তী শত্রুকে ছেড়ে দিতে হবেÑ এ ব্যাপারে পরিকল্পনা করতে হবে। সিঙ্গেল প্লেয়ার মোডে তিনটি ভিন্ন প্রেক্ষাপটে গেমটি খেলার সুযোগ রয়েছে। প্রথম পর্বে নরওয়ের একজন যোদ্ধা হিসেবে গেমটিতে আবির্ভূত হবে গেমার। জার্মানির হাত থেকে আক্রান্তদের উদ্ধার করতে হবে। তবে গেমার তার চরিত্র এবং অবস্থান বেছে নেয়ার সুযোগ পাবে। এ ছাড়া গেমটির আবহাওয়া সিস্টেমেও আনা হয়েছে পরিবর্তন। কখন কোন আবহাওয়া থাকবে সেটা গেমটিতে স্বয়ংক্রিয়ভাবে আসবে। পাহাড়ের চূড়ায় আপনি যুদ্ধ করছেন, যেখানে হঠাৎ করে বরফবৃষ্টি হতে পারে আবার কড়া রোদও থাকতে পারে। নতুন স্টাইলের ভিজুয়াল, ক্ল্যাসিক মাল্টিপ্লেয়ার ফরমুলার কিছু উল্লেখযোগ্য পরিবর্তন, নতুন গ্র্যান্ড অপারেশন মোডসহ বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে গেমটিতে। গেমটি খেলার ওপর অর্জিত কয়েনের মাধ্যমে গুলি, অস্ত্র, পোশাক আপডেট করে নেয়া যাবে। সব মিলিয়ে অসাধারণ একটি গেম।

প্রয়োজনীয় হার্ডওয়্যার
প্রসেসর : ন্যূনতম উইন্ডোজ ৭, সিপিইউ কোরআই ফাইভ/এএমডি এফএক্স ৮৩৫০। র্যাম: ৮ জিবি, ফ্রি স্পেস: ৫০ জিবি।
ষ আনোয়ারুল ইসলাম জামিল


আরো সংবাদ



premium cement