০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সরকারি চাকরিতে স্বচ্ছতা চাই

-

বর্তমান সময়ে সরকারি চাকরিতে কেউ নিয়োগ পেলেই পাড়া-প্রতিবেশী, বন্ধু-স্বজন বা পরিচিতদের মুখে শুনতে হয়, কত টাকা দিয়ে চাকরি হয়েছে? দেশের বেশির ভাগ নাগরিকের ধারণা, ঘুষ ছাড়া সরকারি চাকরি সম্ভব নয়। বর্তমান পরিস্থিতি এমন, ঘুষ ছাড়া সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া এখন সোনার হরিণে পরিণত হয়েছে। একজন দরিদ্র বাবা-মার পক্ষে ছেলে-মেয়েকে উচ্চশিক্ষিত করা যে কত কঠিন ব্যাপার; তা ভাষায় প্রকাশ করার নয়। আর্থিক সমস্যা নিয়ে দরিদ্র বাবা-মা কখনো কখনো পরের বাড়িতে পরিশ্রম করে; কখনো কখনো অর্ধাহারে-অনাহারে থেকে নিজেদের ছেলে-মেয়েকে মানুষ করার প্রচেষ্টা চালান। কিন্তু যখন এসব দরিদ্র বাবা-মায়েদের ছেলে-মেয়েকে লেখাপড়া শেষে সন্তানদের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করান; তখনই চরম বৈষম্যের মুখে পড়েন এসব দারিদ্র্য পরিবারের শিক্ষার্থীরা। চাকরির নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল করলেও দেখা যায়; ক্ষেত্র বিশেষ টাকার জোরে চাকরি পাচ্ছেন অন্যরা। সরকারি চাকরিতে এমন বৈষম্য দেশ গঠনে এক ধরনের হুমকি বলা যেতে পারে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আজ বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরি থেকে। গরিব শিক্ষার্থীরা মেধাবী হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ থেকে হচ্ছেন বঞ্চিত। একজন মেধাবী শিক্ষার্থী যখন চাকরির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের পরও শেষ মুহূর্তে টাকার অভাবে বা সঠিক যোগাযোগের লোক না থাকায় ব্যর্থ হন, সেই মনোকষ্ট ভাষায় প্রকাশ করা দুষ্কর। এমনিতেই সরকারি চাকরিতে কোটার কারণে প্রতিবন্ধকতার মুখে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী। আজকাল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা হওয়ার পরপরই দেখা যায়, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র সরকারি চাকরি নিজেদের দখলে নেয়ার অপচেষ্টা করে, অর্থশক্তি কাজে লাগিয়ে বিত্তবানেরা চাকরির নিয়োগ নিজেদের অনুকূলে আনতে দিনরাত অবৈধ উপায়ে সংশ্লিষ্ট উপরস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। অসাধু কর্মকর্তারা টাকার লোভে বেশির ভাগ ক্ষেত্রে চাকরি দিয়েছেন। সুতরাং মেধাবী দরিদ্র শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন সরকারি চাকরির সুযোগ থেকে।
দিন দিন সরকারি চাকরিতে অবাধে ঘুষের ব্যবহার মেধাবীদের ভাবিয়ে তুলছে। কারা ঘুষ দিয়ে চাকরি পাচ্ছেন। কারা ঘুষ নিয়ে সরকারি চাকরি দিচ্ছেন; তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এখন সময়ের দাবি। সরকারি চাকরিতে সব প্রতিবন্ধকতা দূর করে মেধাবী তথা যোগ্যদের সঠিক মর্যাদা দিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। হ
কাছিকাটা, মোরেলগঞ্জ, বাগেরহাট

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল