২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

‘বঞ্চিত ও অসহায় শিশুদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই’

শ্যামপুরে পথশিশু ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ - সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বঞ্চিত ও অসহায় শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে তাদেরকে আমরা সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। যেন এসব এতিম ও বঞ্চিত শিশুরা আগামীতে দেশ গঠনে ভূমিকা পালন করতে সক্ষম হয়।’

বুধবার রাজধানীর শ্যামপুরে পথশিশু ও এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ওপরে অর্পিত দায়িত্ব। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাওয়া যায় বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে না। জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে। শিশুরা সঠিক শিক্ষা হতে বঞ্চিত হয়। এ দলটির সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ সবসময় ভয়ে থাকে। তারা জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। তাই তারা জনগণের ভোটাধিকারের কোনো তোয়াক্কা করে না। দেশের জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে তারা এখন বিদেশীদের কাছে নিজেদের সত্বা বিলিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘প্রিয় নবী সা. একদল যোগ্য লোক তৈরি করে সোনার মদিনা প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও একইভাবে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, ইনশাআল্লাহ। এ জন্য আমরা সমাজের বঞ্চিত ও অসহায় শিশুদের হাতে শিক্ষা উপকরণ সামগ্রী উপহার প্রদানসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। একই সাথে তাদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেয়ার জন্যও আমরা আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে রাসুল সা.-এর আদর্শের আলোকে সোনার মানুষ হিসেবে আগামী প্রজন্মকে তৈরি করতে চাই। যাদের মাধ্যমে দেশ ও জাতি সত্যিকার অর্থে কল্যাণ লাভ করবে।’

তিনি জামায়াতে ইসলামীর এ সকল সমাজকল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা করার আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার জসীম উদ্দীনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, সুত্রাপুর উত্তর থানা সেক্রেটারি নোমান শিকদার, শ্যামপুর দক্ষিণ থানা কর্মপরিষদ সদস্য ইব্রাহিম খলিলুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement