১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে ৫ শ্রমিক নিহতের বিচার বিভাগীয় তদন্তের দাবি জাপার

বাঁশখালী বিদ্যুত কেন্দ্রে ৫ শ্রমিক নিহতের বিচার বিভাগীয় তদন্তের দাবি জাপার - ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শনিবার পুলিশের সাথে সংঘর্ষে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি রোববার এক বিবৃতিতে এ দাবি জানান।

জি এম কাদের বলেন, একইসাথে সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে যে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও পবিত্র রমজানের ইফতার, সেহরি ও তারাবিহ ঠিক রেখে কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে আন্দোলন করছিল শ্রমিকরা। কেন ও কোন পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের গুলি চালাতে হলো তা খতিয়ে দেখা জরুরি। পবিত্র মাহে রমজানে এমন হতাহতের ঘটনা মেনে নেয়া যায় না।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষরিত বিবৃতিতে জি এম কাদের বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।

এ ছাড়া নিহতদের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান। একইসাথে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement